সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

ফের স্বস্তির দিন শেষ! কারণ, হাওয়া দফতর জানিয়ে দিয়েছে, দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবারও বাড়তে চলেছে। আগামী পাঁচ দিন তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩ থেকে ৪ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। তবে হাওয়া দফতর এও জানিয়েছে, দক্ষিণের বেশির ভাগ জেলায় মঙ্গলবার এবং বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। তার পর ফের ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পারদ ঊর্ধ্বমুখী হবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া— এই চার জেলায়। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।
আরও পড়ুন:

কানে সারা ক্ষণ ‘ইয়ারবাড’ গুঁজে গান শোনেন? কোন বিপদ ডেকে আনছেন জানেন?

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-১৩: এখানকার একমাত্র ভারতীয় রেস্তরাঁর মালিকও বাঙালি

হাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সব জেলায় বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায়, বীরভূমে।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-৩১: আচমকা ছবির নায়ক ইংরেজি ছবির ঢঙে কানন দেবীকে জড়িয়ে ধরে চুম্বন করলেন, হতবাক অভিনেত্রী

নিত্যদিনের ৫ অভ্যাস: সঠিক ভাবে মেনে চললে ১৫ দিনেই জব্দ হবে ডায়াবিটিস

আগামী শুক্রবার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গল এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে।

Skip to content