শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

টানা চার দিন বাতিল থাকবে শিয়ালদহ-ডানকুনি লোকাল। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণেশ্বরে বালি ব্রিজ (বিবেকানন্দ সেতু)-এর গার্ডার পরিবর্তন এবং ব্যালাস্ট লাইন বসানোর কাজ শুরু হবে। সেই কারণে চার দিন শিয়ালদহ-ডানকুনি লোকাল বাতিল থাকবে। এও বলা হয়েছে এই শাখায় আপ-ডাউন লাইনে কোনও ট্রেনই চলবে না। ডানকুনি লোকাল-সহ কিছু মেল ও এক্সপ্রেস ট্রেনও বাতিল করছে রেল। এমনটাই জানিয়েছেন শিয়ালদহের ডিআরএম দীপক নিগম।
সোমবার শিয়ালদহের ডিআরএম সাংবাদিক বৈঠক করেন। এদিন ডিআরএম ওই সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝে ৯৫ বছরের প্রাচীন বালি ব্রিজের মেরামতির জরুরি হয়ে পড়েছে। বালি ব্রিজের উপর সম্পূর্ণ পাওয়ার ব্লক করে টানা কাজ চলবে। তাই ওই লাইনে একটানা ১০০ ঘণ্টা ট্রেন চলাচল পরিষেবা বন্ধ থাকবে। অর্থাৎ শিয়ালদহ-ডানকুনি শাখায় আগামী ২২ জানুয়ারি রাত ১২টা থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে মোট ২২ জোড়া ডানকুনি লোকাল ট্রেন বাতিল করা হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৮২: সুন্দরবনের পাখি—টিয়া

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১০৫: রবীন্দ্রনাথ ভয় পেতেন মহর্ষিদেবকে

লোকাল ট্রেনের পাসাপাশি কিছু এক্সপ্রেসও বাতিল থাকবে। বাতিলের তালিকায় আছে কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস, কলকাতা-পটনা গরিবরথ, তেভাগা এক্সপ্রেস, ডিব্রুগড়-কলকাতা এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস, শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি, শিয়ালদহ-জঙ্গিপুর রোড এক্সপ্রেস এবং কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-৯৭: পাঞ্চালীকে আশীর্বাদ করে আলিঙ্গনাবদ্ধ করলেন গান্ধারী

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৮০: শ্রীশ্রীমার অনুগ্রহ

পাশাপাশি ডিআরএম জানিয়েছেন, ১৭ জোড়া এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, বিকানের দুরন্ত, অনন্যা এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, জম্মু-তাওয়াই এক্সপ্রেস, শিয়ালদহ-অজমের এক্সপ্রেস, প্রতাপ এক্সপ্রেসচ, শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেসের মতো ট্রেনের যাত্রাপথ বদল করা হচ্ছে। এই ট্রেনগুলি ডানকুনির পরিবর্তে দমদম-নৈহাটি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Skip to content