বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী।

কলকাতার আকাশে শুরু হয়েছে মেঘের আনাগোনা। গুমোট ভাবও রয়েছে। যদিও সেই অস্বস্তি ভাব থেকে শহরবাসী কিছুটা হলেও রেহাই পেতে পারেন। আলিপুর আবহাওয়া দফতর ঝড়বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে। তবে শুধু কলকাতা নয়, বাংলার বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে।
হাওয়া দফতর জানিয়ে দিয়েছে, বৃহস্পতিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, ঝাড়গ্রামে। শুধু বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ন্য, সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে।
আরও পড়ুন:

রাজু, শ্যাম ও বাবুরাও ত্রয়ীর সঙ্গে জুড়ছেন মুন্নাভাই, ‘হেরা ফেরি ৩’ ছবিতে কোন ভূমিকায় সঞ্জয়?

দু’মিনিট দাঁত মাজাই যথেষ্ট? না কি আরও বাড়তি যত্নের প্রয়োজন

বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ষণের পাশাপাশি কোনও কোনও জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে।
আরও পড়ুন:

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-১০: ব্যস্ত পৃথিবী ছাড়িয়ে কোথায় যেন চলে এলাম উত্তরমেরুর জনমানবহীন এই জঙ্গলে, যেখানে এখন শুধুই রাত

অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-১১: সমস্ত বাধা সরে গেলে প্রকৃতিও তখন রাস্তা ছেড়ে দেয়

হাওয়া অফিস জানিয়েছে, বাংলায় আগামী ৩ দিনে তাপমাত্রার পারদ কমতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

Skip to content