শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

মুষলধারে বৃষ্টি না হলেও গত কয়েক দিনে মাঝেমধ্যে যতটুকু বৃষ্টি হয়েছে তাতে অনেকটাই তাপমাত্রা কমেছে। তীব্র গরমে চৈত্রের শেষ দিক থেকে গোটা রাজ্যকে জ্বলছিল। আপাতত সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এর মধ্যে আবার হাওয়া দফতর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বুধবার এবং বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমও ভিজতে পারে। হাওয়া দফতর জানিয়েছে, এখন মহারাষ্ট্রের বিদর্ভের কাছাকছি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার জন্য পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির জন্য একটি অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-১৭: গরমে পান্তা ভাত কি সত্যিই শরীর ঠান্ডা করে?

অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-১৭: ভগবানকে ভুলে আমরা থাকতে পারি কিন্তু তিনি কখনওই আমাদের ভুলে থাকেন না

তবে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের রিপোর্ট বলছে, বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যে শহরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা ৩০ থেকে ৪০ শতাংশ বলে জানানো হয়েছে। আর শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। জানা গিয়েছে, আগামী রবিবার থেকে ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। ভিজতে পারে শহরও।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-১৯: দেখতে দেখতে ‘সদানন্দের মেলা’

সপরিবারে নিত্যদিন রাতে খাওয়াদাওয়ার পর মিষ্টি খান? কোন কোন অভ্যাস নিজের অজান্তে ক্ষতি করছে জানেন?

শুধু দক্ষিণ নয় উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

Skip to content