ছবি: প্রতীকী।
দমদমের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের আধুনিকরণ এবং রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে। আশঙ্কা করা হচ্ছে, এর জেরে শিয়ালদহের উত্তর শাখায় যাতায়াতকারী যাত্রীদের দুর্ভোগ বাড়তে পারে। পূর্ব রেল জানিয়েছে, দমদমের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের আধুনিকরণ এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য টানা ২০ দিন ব্যাহত হবে ট্রেন চলাচল ব্যহত হতে পারে। এর জন্য যাত্রীদের ভোগান্তি হতে পারে, সে কথা মাথায় রেখে ক্ষমাও চেয়েছে পূর্ব রেল।
পূর্ব রেলওয়ের এও জানিয়েছে, আগামী ১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত অর্থাৎ ৪৮০ ঘণ্টা ধরে কাজ চলবে। এর জন্য বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আবার কিছু ট্রেনের রুট সংক্ষিপ্ত এবং পরিবর্তন করা হয়েছে।
পূর্ব রেলওয়ের এও জানিয়েছে, আগামী ১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত অর্থাৎ ৪৮০ ঘণ্টা ধরে কাজ চলবে। এর জন্য বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আবার কিছু ট্রেনের রুট সংক্ষিপ্ত এবং পরিবর্তন করা হয়েছে।
কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?
৩১২২৩ শিয়ালদহ-ব্যারাকপুর
৩০১১৬ ব্যারাকপুর-বিবাদি বাগ
৩০১১৩ বিবাদি বাগ-ব্যারাকপুর
৩১২৪২ ব্যারাকপুর-শিয়ালদহ
৩০৩১২ বারাসত-মাঝেরহাট
আরও পড়ুন:
গরমের দিনে ত্বকের যত্নে বেসন কী ভাবে ব্যবহার করবেন?
মুভি রিভিউ: ভোটের বাজারে জমে যাবে ম্যাডাম চিফ মিনিস্টার
বেশ কিছু লোকালের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত চলবে ৩০৩৩৪৬ বনগাঁ-মাঝেরহাট ট্রেন। বারাসত পর্যন্ত চলাচল করবে ৩০৩৪৪ বনগাঁ-মাঝেরহাট এবং ৩০৩২৪ হাসনাবাদ-মাঝেরহাট লোকাল । ৩০১৪২ গেদে-মাঝেরহাট লোকাল চলবে রাণাঘাট এবং বালিগঞ্জ পর্যন্ত চলবে ৩০৭১১ লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকাল। বারাসত থেকে ছাড়বে ৩০৩৩১ মাঝেরহাট-হাবরা লোকাল। ৩০৩১১ মাঝেরহাট-হাবরা লোকাল মিলবে দমদম ক্যান্টনমেন্ট থেকে। বালিগঞ্জ থেকে ছাড়বে ৩০৩১৭ মাঝেরহাট-দত্তপুকুর লোকাল। আপ কর্ড লাইন দিয়ে এই ট্রেনটি ঘুরিয়ে দেওয়া হবে।