বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

বসন্তের শুরু হতে না হতেই বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণের বেশ কয়েকটি জেলায় বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাই ভিজতে পারে। শুক্রবারও বৃষ্টি হতে পারে। এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দার্জিলিং জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলায় সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বর্ষণের পূর্বাভাস রয়েছে। এদিকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমস্ত জেলা ভিজতে পারে। শুক্রবার আবার দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:

সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ

বাজার থেকে কিনে আনার পর পিঁয়াজের খোসা ফেলে দেন? নষ্ট না করে কাজে এ ভাবে লাগান

তবে আলিপুর আবহাওয়া দফতর এও জানিয়ে দিয়েছে, বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না। উলটে আগামী দিন চারেকের মধ্যে রাজ্য জুড়ে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস নেই। আকাশ মূলত পরিষ্কারই থাকবে।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ১৯.৬ ডিগ্রি। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি। অর্থাৎ স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বেশি। রবিবার কলকাতার সর্বোচ্চ পারদ ছিল ২৯.২ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস কমই ছিল। হাওয়া দফতর জানিয়ে দিয়েছে, আজ সোমবার কলকাতার সর্বোচ্চ পারদ ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

Skip to content