শুক্রবার ৫ জুলাই, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

বুধবার সকাল থেকেই কলকাতা আকাশের মুখ ভার। কখনও ঝিরঝিরে তো কখনও আবার ঝমঝম বৃষ্টি হচ্ছে। তবে শুধু কলকাতা নয়, নিম্নচাপের জেরে ভিজতে পারে বাংলার বেশ কিছু জেলাও। একটি নিম্নচাপ অবস্থান করছে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরের উপকূলে। আবার গাঙ্গেয় বঙ্গের উপর একটি মৌসুমী অক্ষরেখাও রয়েছে। তাই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে মৌসম ভবন জানিয়েছে, কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দিনভর আকাশ মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। আবার কোথাও বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবার বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আজ বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং, কালিম্পঙ ও জলপাইগুড়িতে।
আরও পড়ুন:

সন্তানের দ্রুত বুদ্ধির বিকাশ হয় আদর করলে, বলছে গবেষণা

শোভিতাকে ছেড়ে কি ‘উ অন্তাভা’ অভিনেত্রীর কাছেই ফিরছেন নাগা? কোন ইঙ্গিত দিলেন সামান্থা?

হাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পঙ ও জলপাইগুড়ির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদহ জেলায়। জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার কিছু অংশে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে কিছু এলাকায়।

Skip to content