![](https://samayupdates.in/wp-content/uploads/2023/03/thunderstorm.jpg)
ছবি প্রতীকী।
কয়েকঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গে শুরু হবে ঝড়বৃষ্টি। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া দফতর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ সতর্কতা বার্তা জারি করেছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের আটটি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে। সেই সঙ্গে চলতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও। এই সতর্কতা আগামী দু’-তিন ঘণ্টার জন্য জারি করা হয়েছে। সতর্কতায় বলা হয়েছে, দক্ষিণবঙ্গের এই আট জেলার বাসিন্দাদের অবশ্যই নিরাপদ স্থানে থাকতে।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/02/60humbnail.jpg)
ষাট পেরিয়ে: পর্ব-৪: সুস্থ বার্ধক্যের চাবিকাঠি সঠিক পুষ্টি—প্রথম ভাগ
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/12/recipe-chilli.jpg)
রান্নায় লঙ্কার গুঁড়ো বেশি পড়ে গিয়েছে? ঘরোয়া উপায়ে কী ভাবে সামাল দেবেন? রইল টিপস
তবে দক্ষিণবঙ্গের যে আটটি জেলার মধ্যে কলকাতা নেই। হাওয়া দফতেরর রিপোর্ট অনুযায়ী, এই ঝড়বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম জেলায়। যদিও হাওড়া এবং হুগলি জেলায় এই ঝড়বৃষ্টির কোনও প্রভাব পড়বে কি না, হাওয়া অফিস তার সতর্কবার্তায় জানায়নি। আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের ওই ৮ জেলায় আগামী ২-৩ ঘণ্টার জন্য হলুদ সতর্কতা জারি করেছে।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/02/skin-care-1.jpg)
অল্প বয়সেই কুঁচকে যাচ্ছে হাতের চামড়া? কী করে আটকাবেন? রইল টিপস
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/11/english-tinglish-1.jpg)
ইংলিশ টিংলিশ: সবাই যদি বলে ‘very beautiful’, তুমি বলে দ্যাখো ‘ravishing’ বা ‘magnificent’!
উল্লেখ্য, গতকাল বুধবারও একাধিক জায়গায় ঝড়বৃষ্টি হয়েছে। মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি হয়েছে। এদিকে, কলকাতায় এখনও বৃষ্টি অধরা। তবে হাওয়া দফতরের পূর্বাভাস যদি মিলে যায় তাহলে কলকাতাতেও শীঘ্রই হতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, বাংলায় আগামী ৩ দিনে তাপমাত্রার পারদ কমতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, বাংলায় আগামী ৩ দিনে তাপমাত্রার পারদ কমতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।