![](https://samayupdates.in/wp-content/uploads/2023/06/lightning.jpg)
ছবি: প্রতীকী।
শুক্রবার কলকাতায় বজ্রপাতে মৃত্যু হয়েছে। আজ বিকেল নাগাদ প্রগতি ময়দান থানা এলাকার ধাপায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বজ্রপাতে দুই মহিলা গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে খবর, মৃত দুই ব্যক্তির মধ্যে একজন সোনারপুরের বাসিন্দা ৪৫ বছরের কাজলা নস্কর। অন্যজন লেদার কমপ্লেক্স থানার তারদহের বাসিন্দা, ২৪ বছরের পলানি মণ্ডলের। অন্যদিকে, ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন সন্ন্যাসী মণ্ডল নামে এক ব্যক্তি।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/03/weather-1.jpg)
বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে রাত ৯টা পর্যন্ত, কলকাতা-সহ তিন জেলায় হাওয়া দফতরের পূর্বাভাস
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/06/Kajal.jpg)
ব্যক্তিগত জীবনে ঝড়? “জীবনের কঠিনতম পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি” বলে নেটদুনিয়া থেকে বিদায় কাজলের
মৃত দুই মহিলা শুক্রবার দুপুরে ধাপায় কাজ করছিলেন। সেই সময়ই আচমকা বজ্রপাতে আহত হন তাঁরা। তাঁদের এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। আর কেউ আহত হয়েছেন কি না তা দেখা হচ্ছে। স্থানীয়দের কথায়, ধাপায় কাগজ কুড়োনোর সময় বজ্রপাত হলে ওই দুই মহিলা গুরুত্বর আহত হয়ে পড়েছিলেন।