শুক্রবার ৫ জুলাই, ২০২৪


অনেক তো তথাকথিত বিখ্যাত রেস্তরাঁয় খাওয়া হল, এ বার নতুন এক ফ্র্যাঞ্চাইজিতে আসা যাক? চলুন তবে!

আজ আমরা হাজির হয়েছি যাদবপুর ৮বি বাস স্ট্যান্ডের কাছে ‘ডো অ্যাজ ইউ লাইক’ (Dough as you like)-এ। দোকানের সাজসজ্জা এমন যে, ভেতরে ঢুকতেই মনে হল যেন কোনও ফাইভ স্টার ক্যাফেতে এসেছি। খাবারের মানও ফাইভ স্টারের মতো! পেস্ট্রি খান বা প্যাটিস, স্বাদ ভুলতে পারবেন না। দাম যদিও ফাইভ স্টার মার্কা নয়—এই একটা প্লাস পয়েন্ট। কিছু উল্লেখযোগ্য পদের মধ্যে রয়েছে চিকেন কিশ, ব্লুবেরি চিজ কেক, চকো রয়্যাল আর চকো চিপ মাফিন। কিছু আইটেমের জন্যে ‘ডিম-ছাড়া’, অর্থাৎ ‘eggless’ অপশনও রয়েছে।
এছাড়াও ‘ডো অ্যাজ ইউ লাইক’-এ পেয়ে যাবেন অনুষ্ঠানের জন্য বড় কেক। হ্যাঁ ঠিক ধরেছেন, এখানেও কিছু ‘ভেজ’ বা ‘ডিম-ছাড়া’ অপশান রয়েছে। এছাড়াও এদের কাছে রয়েছে গার্লিক ব্রেড আর বেশ কয়েক রকমের কুকিজ।

অন্যান্য খাবারের দোকানের মতো এদের কাছেও জোম্যাটো বা সুইগিতে ডেলিভারির ব্যবস্থা রয়েছে। পকেটের টান পড়ার কথা নয়। মোটামুটি দুশো টাকা হলেই দু’জনের স্ন্যাক্সের ব্যবস্থা হয়ে যাবে।
আরও পড়ুন:

কলকাতার পথ-হেঁশেল, পর্ব-২২: মাউথ মেল্টো

মুভি রিভিউ: আদুরের ‘মাথিলুকাল’ সারা ছবি জুড়ে মামুটির অসামান্য অভিনয় প্রতিভা বিচ্ছুরিত হয়েছে

আবার তাহলে শুরুর লাইনে ফিরে আসি? অনেক তো চেনা-জানা রেস্তরাঁয় খাওয়া হল, এ বার একটু নতুনত্বের স্বাদ পেতে ‘‘ডো অ্যাজ ইউ লাইক’-এ ঢুঁ মেরেই দেখুন। হতাশ হবেন না, এই নিশ্চয়তা দিলাম!
* কলকাতার পথ-হেঁশেল (kolkata-street-foods): শ্রুতিদীপ মজুমদার, (Shrutideep Majumder) ভোজনরসিক।

Skip to content