রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

হোয়াটসঅ্যাপে গ্রুপের ছড়াছড়ি। এবার হোয়াটসঅ্যাপের সব গ্রুপকে এক ছাতার তলায় আনতে চলেছে মেটা। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে এই সংস্থা। এই গ্রুপ সমাহারের নাম দিয়েছে ‘কমিউনিটি’। ধরুণ, আপনি যে কোম্পানিতে চাকরি করেন, কাজের জন্য সেই কোম্পানির একটা গ্রুপ আছে, আবার কাজের বাইরে অফিসেরই আরও একটি গ্রুপ আছে, যেখানে কাজের বাইরে নানা কথা হয়। সেক্ষেত্রে দেখতে গেলে সব গ্রুপে প্রায় একই সদস্য। আর সেই গ্রুপগুলির কয়েকটির সঙ্গে কাজের সম্পর্ক রয়েছে আবার কয়েকটি গ্রুপের সঙ্গে কাজের সম্পর্ক নেই। এবার হোয়াটস অ্যাপের এই সবকটি গ্রুপ নিয়ে একত্রে ‘কমিউনিটি’ তৈরি করা যাবে। এতে হোয়াটসঅ্যাপের গ্রুপগুলি অনেকটাই গোছানো থাকবে। কোনটা কাজের কথা আর কোনটা কাজের বাইরের কথা, এই কমিউনিটি প্রক্রিয়ার মাধ্যমে সেটা আলাদা হয়ে যাবে। এতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অনেকটাই সুবিধা হবে। হোয়াটসঅ্যাপে ‘কমিউনিটি’ পরিষেবা চালু হবে একথা বৃহস্পতিবার রাতে ফেসবুকে ঘোষণা করেন হোয়াটসঅ্যাপের মূল সংস্থা মেটা-র প্রধান মার্ক জাকারবার্গ। দীর্ঘদিন ধরেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের এ বিষয়ে অনুরোধ ছিল বলে জানান তিনি। এর সঙ্গে তিনি আরও বলেন যে, ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করতে চলেছে মেটা।

Skip to content