কালো তালিকাভুক্ত রামদেবের সংস্থাও রয়েছে।
১৬টি ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থার উৎপাদিত পণ্যকে কালো তালিকাভুক্ত করল নেপাল। রামদেবের দিব্যা ফার্মেসিও সেই তালিকায় রয়েছে। ওই দিব্যা ফার্মেসি পতঞ্জলির নামে ওষুধপত্র বিক্রি করে থাকে। এ প্রসঙ্গে নেপাল সরকারের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ১৬টি ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে। সে কারণে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
নেপাল সরকারের ‘ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ দফতর গত ১৮ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়েছে, কালো তালিকাভুক্ত সংস্থাগুলোর ওষুধ আমদানি বা বিতরণ করা যাবে না। পাশাপাশি বিজ্ঞপ্তিতে ব্যবসায়ীদের দ্রুত ওষুধগুলো ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নেপালের ওষুধ নিয়ন্ত্রক দফতর ১৯ ডিসেম্বর আরেকটি একটি বিজ্ঞপ্তি করেছে। সেখানে বলা হয়েছে, ভারতের গ্লোবাল হেলথ কেয়ারের প্রস্তুত ৫০০ মিলি লিটার এবং ৫ লিটারের হ্যান্ড স্যানিটাইজার তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে, এই সংস্থার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, বিক্রি করা যাবে না।
নেপালের ওষুধ নিয়ন্ত্রক দফতর ১৯ ডিসেম্বর আরেকটি একটি বিজ্ঞপ্তি করেছে। সেখানে বলা হয়েছে, ভারতের গ্লোবাল হেলথ কেয়ারের প্রস্তুত ৫০০ মিলি লিটার এবং ৫ লিটারের হ্যান্ড স্যানিটাইজার তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে, এই সংস্থার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, বিক্রি করা যাবে না।
আরও পড়ুন:
বাইরে দূরেঃ পাহাড়ের উপর ছবির মতো সুন্দর শ্রবণবেলাগোলা— চন্দ্রগুপ্ত মৌর্যের এক অজানা অধ্যায়
একই সঙ্গে ৯ সন্তানের জন্ম দিলেন মা, বিশ্বরেকর্ড ঘোষণা গিনেসের
নেপাল সরকার সূত্রে জানা গিয়েছে, নেপালের একটি বিশেষজ্ঞ দল গত এপ্রিল ও জুলাইয়ে ভারতে ঘুরে গিয়েছে। ভারতের যে সব ওষুধ সংস্থা নেপালে ওষুধ রফতানি করতে ইচ্ছুক অন্দরে গিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখে আসে সেই বিশেষজ্ঞ দল। দলের সদস্যরা জেনেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঠিক করা মানদণ্ড মেনে চলা হচ্ছে কি না। এর পরেই নেপাল সরকার এই কালো তালিকা প্রকাশ করল।
বড়দিনে কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা? তাপমাত্রা কত ডিগ্রি ছোঁবে? জানিয়ে দিল হাওয়া দফতর
গরম দুধের গন্ধ ভালো লাগে না? রইল সহজ সমাধান
কালো তালিকায় রামদেবের দিব্যা ফার্মেসি ছাড়াও আছে মার্কারি ল্যাবরোটরিজ লিমিটেড, র্যা ডিয়েন্ট পেরেন্টেরালস লিমিটেড, অ্যালায়েন্স বায়োটেক, ক্যাডিলা হেলথকেয়ার লিমিটেড, জি ল্যাবরেটরিজ, আইপিসিএ ল্যাব, জিএলএস ফার্মা-সহ একাধিক ভারতীয় সংস্থা।