শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

দুই, তিন, চার নয়, একই সঙ্গে ৯টি সন্তান! হ্যাঁ, ঠিকই পড়েছেন। এক সঙ্গে ৯টি সন্তানের জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন এক মা। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড মঙ্গলবার ছবি-সহ তাঁর নাম ঘোষণা করেছে। ৯ সন্তানের বাবা-মা হলেন নাম শ্রী এবং শ্রীমতী সিজে।
মঙ্গলবার গিনেস তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই বিষয়টি জানিয়েছে। সেই সঙ্গে লেখা হয়েছে, ৯ জন সন্তানের মধ্যে ৫ জন শিশুকন্যা রয়েছে। তাদের নাম— ওমু, আদামা, হাওয়া, ফতুমা, কাদিদিয়া। আর চার শিশুপুত্র হল— এলহাদজি, ওমর, বাহ ও মোহাম্মদ (ষষ্ঠ)।
আরও পড়ুন:

আবার বাড়তে পারে করোনার দাপট? পরিস্থিতি মোকাবিলায় রাজ্যগুলিকে চিঠি দিল কেন্দ্র

বলিউডে একের পর এক ছবি হাতছাড়া সামান্থা প্রভুর, একেবারে মাঝপথে ছাড়তে হয় এই ছবিও

গিনেস এও জানিয়েছে, এই প্রথম বার ননুপ্লেটস (একই গর্ভ থেকে একসঙ্গে নয় সন্তানের জন্ম) বা নবমজের জন্ম হল। মা এবং শিশু সবাই জীবিত ও সুস্থ রয়েছেন। গিনেসের রেকর্ড বলছে, এর আগে নুপ্লেটস কয়েক ঘণ্টার বেশি বাঁচেনি। তাই এই ননুপ্লেটসের জন্ম বিরল ঘটনা। গিনেস শ্রী এবং শ্রীমতী সিজে পরিবারের একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করে সবার সুস্থতা কামনা করেছে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-১৬: সংসার সুখের হয় ‘চাঁপাডাঙার বৌ’-র গুণে

ইংলিশ টিংলিশ: জানেন কি ‘night owl’ বা ‘early bird’ কাকে বলে? কিংবা তিনতলাকে কেন ‘second floor’ বলে?

ঘটনাটি মরক্কোর। গত ২০২১ সালের ৪ মে সিজে জন্ম দেন নয় সন্তানের। যদিও তাঁর গর্ভে যে ৯টি সন্তান রয়েছে, তা তিনি জানতেন না। প্রাথমিক ভাবে তাঁর চিকিৎসকেরা ভেবেছিলেন সিজে সাত জন সন্তানের জন্ম দেবেন। তবে অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা জানতে পারেন, সাত নয়, ৯ সন্তানের জন্ম দিতে চলেছেন সিজে। সিজে গর্ভাবস্থার ৩০তম সপ্তাহে প্রসব করেন। মা এবং সন্তানেরা সবাই সুস্থই রয়েছে।

Skip to content