রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


শুধু দেশে নয়, বিদেশেও অমিতাভকে নিয়ে মাতামাতি কম হয় না। এক ভারতীয় বং‌শোদ্ভূত আমেরিকান পরিবার বাড়িতে বিগ-বি এর একটি মূর্তি বসিয়ে ফেললেন। এডিসন শহরে প্রচুর ভারতীয়ের বাস। এক ঝলক দেখলে মনে হবে এ শহর যেন এক টুকরো ভারত। নিউ জার্সির এডিসন শহরে রিঙ্কু এবং গোপী শেঠের বাড়িতে বিগ-বি এর একটি মূর্তির উদ্বোধন উপলক্ষে প্রায় প্রায় ৬০০ জন ভারতীয় জড়ো হন। মূর্তিটির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন আমেরিকার মন্ত্রী আলবার্ট জাসানি। আতশবাজি ফাটানো হয়। অমিতাভের ছবির গানের তালে নাচও চলে।

গোপী শেঠ একজন ইন্টারনেট সিকিউরিটি ইঞ্জিনিয়র। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘বিগ-বি আমার কাছে ভগবান তুল্য। শুধু পর্দায় চরিত্র নয়, তাঁর বাস্তব জীবনও অনুপ্রাণিত করে। তাঁর জনসংযোগের পদ্ধতি, ভক্তদের প্রতি আচরণ, সব কিছুই আমার ভালো লাগে। বলিউডের অন্য স্টারদের মতো তিনি নন। তাই বাড়িতে ওঁর মূর্তি বসানোর সিদ্ধান্ত নিই।’’
গোপীর আসল বাড়ি গুজরাতে। ১৯৯০ সালে তিনি আমেরিকায় আসেন। প্রায় তিন দশক প্রিয় স্টার অমিতাভের নামে একটি ওয়েবসাইটও চালান। সেই ওয়েবসাইটে থাকা সব তথ্য বিগ বি-এর সঙ্গে শেয়ার করা হয়। গোপীর কথায়, তাঁর বাড়িতে যে শাহেনশাহ-র মূর্তি বসছে, বিষয়টি অমিতাভ বচ্চন জানেন। বিগ-বি তাঁকে জানিয়েছেন, এতটা সম্মান পাওয়ার যোগ্য নন তিনি। যদিও এ নিয়ে তিনি কোনও আপত্তি করেননি।


Skip to content