বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


ভূত নিয়ে নানা মুনির নানা মত। কারও ভূত দর্শন হয়েছে, কারও আবার হয়নি। কেউ ভূতে বিশ্বাস করেন, কেউ করেনন না। তবে ভূতে ভয় পাওয়া নিয়ে কিন্তু চট করে কেউ ‘না’ বলেন না।
সম্প্রতি সমাজমাধ্য এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। হাড় হিম করা এই ভিডিয়ো অবাক নেটিজেনরা। ভিডিয়োটি আর্জেন্টিনার। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঘটনাটি আর্জেন্টিনার একটি হাসপাতালের। ওই হাসপাতালের একজন কর্মী এক জনের সঙ্গে কথা বলছেন। কিন্তু তাঁকে দেখা যাচ্ছে না! ‘ভূত’ রোগীর সেই ভিডিয়ো এখন ভাইরাল। কারও কারও ধারণা, সেই অশরীরী আসলে অন্য কেউ নয়, ভূতই!
আর্জেন্টিনার একটি ভিডিয়ো এখন নেটিজ়েনদের চর্চার কেন্দ্রবিন্দুতে। ভিডিয়োতে দেখা যাচ্ছে হাসপাতালের এক কর্মী এমন এক জনের সঙ্গে কথা বলছেন যাকে দেখাই যাচ্ছে না! আর্জেন্টিনার সেই হাসপাতালের ‘ভূত’ রোগীর সেই ভিডিয়ো এখন ভাইরাল। অনেকেই মনে করছেন, সেই অশরীরী আসলে ভূতই!
আরও পড়ুন:

জন্মেই ৩০ বছর বয়স যমজ সন্তানের! কী করে এমনটা সম্ভব হল? জানাল হাসপাতাল

ফি জমা দেওয়ার সময় সমস্যার সম্মুখীন? অনলাইনে চাকরির আবেদন নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন বিজ্ঞপ্তি

ভাইরাল হয়ে যাওয়া ওই ভিডিয়োটি এক রেডিট ব্যবহারকারী ভাগ করে নিয়েছেন। সেই সঙ্গে লিখেছেন, ‘‘ফিনোচিত্তো স্যানাটোরিয়াম নামে একটি প্রাইভেট কেয়ার সেন্টারের ভোর ৩টের সময়ের ফুটেজ এটি।’’ এই ভিডিয়োর সত্যতা ‘সময় আপডেটস’ যাচাই করেনি।

ভিডিয়োতে দেখা যাচ্ছে প্রাইভেট কেয়ার সেন্টারের এক জন নিরাপত্তাকর্মী হাসপাতালের রিসেপশনে বসেছিলেন। এমন সময় আচমকা হাসপাতালের স্বয়ংক্রিয় কাচের দরজাটি খুলে যায়। নিরাপত্তাকর্মী তখন চেয়ার থেকে উঠে অদৃশ্য কোনও এক ব্যক্তির সঙ্গে কথা বলতে শুরু করেন। কথাবার্তা চলে বেশ কিছু ক্ষণ ধরে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪১: ঠাকুরবাড়িতে এসে সাহেব খেতেন ভাজা চিঁড়ের সঙ্গে কড়াইশুঁটি

দেখব এবার জগৎটাকে, পর্ব-১২: বেশিক্ষণ থাকলে আরও কী কী হতো কে জানে, মুহূর্তে নৌকা ঘোরাল বনি

নিরাপত্তাকর্মী তখন কার সঙ্গে কথা বলছিলেন তা জানতে তাঁর কাছে ওই রোগীর সম্পর্কে জানতে চাওয়া হয়। কিন্তু তিনি যে ব্যক্তির নাম জানান, তা শুনে ডাক্তার থেকে নার্স সবাই হতবাক হয়ে গিয়েছিলেন। কারণ, হাসপাতালের রেকর্ড বলছে, ওই একই নাম ও একই বিবরণের এক মহিলার ঘটনার এক দিন আগেই মৃত্যু হয়েছে!
আরও পড়ুন:

জিমে যাওয়ার সময় নেই? সুস্থ থাকার জন্য হাঁটবেন নাকি দৌড়োবেন?

ফেসবুক প্রোফাইলে ১ ডিসেম্বর থেকে ব্যবহারকারীদের এই তিনটি তথ্য দেখা যাবে না, কী কী জানেন?

ঘটনাটি জানাজানি হতে সমাজমাধ্যমে ভূতুড়ে রোগীর কাহিনি দ্রুত ছড়িয়ে পড়ে। অধিকাংশেরই বক্তব্য, ওই মৃত মহিলা রোগীই ভূত হয়ে হাসপাতালে এসেছিলেন! নেটিজেনদের কেউ কেউ আবার ভয়ও পেয়েছেন। আবার কারও বক্তব্য, ওই নিরাপত্তাকর্মীর অভিনয় দক্ষতা অসাধারণ। অনেকের প্রশ্নও তুলছেন, যদি নিরাপত্তাকর্মীর অভিনয়ই হয়, তা হলে স্বয়ংক্রিয় কাচের দরজাটি খুলল কী করে?

Skip to content