বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪


বৃহস্পতিবার ফরাসি পার্লামেন্ট গর্ভপাতের অধিকার সংক্রান্ত বিষয়কে সাংবিধানিক রক্ষাকবচ দিল। গর্ভপাতের অধিকার সংক্রান্ত আইনটিকে সংবিধানের অন্তর্ভুক্ত করার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ফরাসি পার্লামেন্টের ৩৩৭ জন সাংসদ সদস্য। বিপক্ষে ছিলেন মাত্র ৩২ জন।
সম্প্রতি আমেরিকা এবং পোল্যান্ড দেশবাসিদের থেকে গর্ভপাতের রক্ষাকবচ কেড়ে নিয়েছে। ফ্রান্সে যাতে এমন কিছু না ঘটে, তার জন্যে গর্ভপাতের অধিকার সংক্রান্ত আইনটিকে সংবিধানের অন্তর্ভুক্ত করার দাবিতে সরব ছিলেন বাম ও মধ্যপন্থী রাজনৈতিক দলগুলির সাংসদরা।
আরও পড়ুন:

হোমিওপ্যাথি: অর্শে কষ্ট পাচ্ছেন? রেহাই পেতে জেনে নিন কী করবেন, কী করবেন না

ঐন্দ্রিলার মৃত্যুর পর অসুস্থ সব্যসাচী! ভুয়ো খবর ছড়াবেন না, সতর্ক করলেন সৌরভ

এদিকে, উগ্র দক্ষিণপন্থী গোষ্ঠীগুলি গর্ভপাতের অধিকারের বিরোধিতা করছিল। ১৯৭৫ সাল থেকে আইন করে ফ্রান্সে গর্ভপাতের অধিকার স্বীকৃত। বৃহস্পতিবার পার্লামেন্টে প্রস্তাব পাশের ফলে নতুন আইনে গর্ভপাতের অধিকার পাকাপাকি ভাবে সংবিধানে ঠাঁই পাবে এটি। কোনও ভাবে সেই অধিকার কেড়ে নেওয়া আর সম্ভব হবে না। ফরাসি সেনেটের সদস্য মাথিল্ডে প্যানোট প্রস্তাব পাশের পর বলেন, ‘‘এই সভা গোটা বিশ্বের কথা বলল। ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সুরক্ষিত করল।’’
আরও পড়ুন:

অমিতাভের অনুমতি ছাড়া তাঁর নাম, ছবি, কণ্ঠস্বর কিছুই আর ব্যবহার করা যাবে না, নির্দেশ আদালতের

কোনও দিনই দুবাই যেতে পারবেন না উরফি! অনেকেই কারণ জানলে অবাক হবেন

সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ বলেছিলেন, ‘‘গর্ভপাতের অধিকার মেয়েদের মৌলিক অধিকার। একে রক্ষা করা উচিত।’’ পাশাপাশি, আমেরিকার সুপ্রিম কোর্টের গর্ভপাতের অধিকার বিরোধী রায়ের সমালোচনা করে তিনি বলেন, ‘‘এই ধরনের সিদ্ধান্তে মেয়েদের স্বাধীনতা, অধিকার খর্ব করা হচ্ছে।’’

Skip to content