রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


হোয়াইটচ্যাপেল মেট্রো স্টেশন। ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

লন্ডনের পূর্ব অংশ যেখানে ব্রিটিশ শাসনের সময় থেকেই বাঙালি জাতির বাস। এই অঞ্চলের প্রায় ৪০ শতাংশ মানুষই বাঙালি। সেই বাঙালি সম্প্রদায়ের বহুদিন থেকে লন্ডন সরকারের কাছে দাবি ছিল এই অঞ্চলের নিকটস্থ রেলস্টেশন হোয়াইটচ্যাপেলের নাম লেখা হোক বাংলায়। বাঙালি মানুষের সেই দাবি মেনে নিয়ে কিছুদিন আগেই লন্ডন সরকার স্টেশনে বাংলায় নাম লেখার ব্যবস্থা করেন। লন্ডনের ট্রান্সফোর্ড ফর লন্ডন অথরিটির পক্ষ থেকে স্টেশনের নাম ইংরেজির পাশাপাশি বাংলাতেও লেখা হয়। এই মেট্রো স্টেশনের প্রবেশপথে লেখা রয়েছে ‘হোয়াইটচ্যাপেল মেট্রো স্টেশনে আপনাকে স্বাগত’।
এই অঞ্চলে বহু দোকানের নাম বাংলায় লেখা আছে। তাই বাংলা ভাষাকে সম্মান দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে লন্ডন সরকার। সেই দেশে বসবাসকারী প্রবাসী বাঙালিরা অত্যন্ত খুশি কারণ এটি গৌরবের ও সম্মানের।

Skip to content