বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


ড্রোন হানায় নিহত আল কায়দার প্রধান আয়মান আল-জাওয়াহিরি। কাবুলে আমেরিকার ড্রোন হানায় ৯/১১ হামলার অন্যতম চক্রীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৬টা ১৮ মিনিটে ঘটনাটি ঘটে। তাঁর বয়স হয়েছিল ৭১। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই খবর জানিয়েছেন।
পেশায় শল্য চিকিৎসক থেকে বিশ্বের ‘মোস্ট ওয়ান্টেড’ হয়ে ওঠা আল কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরির বাড়িতে হামলার ছবি প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে, আয়মান ছিলেন, তার জানলা হামলায় উড়ে গিয়েছে। যদিও আর কোথাও হামলার কোনও চিহ্ন মাত্র নেই! কোনও শব্দও পাওয়া যায়নি। আশ্চর্যের বিষয়, আয়মান আল-জাওয়াহিরি ছাড়া অন্য কেউ এই ঘটনায় আহত হননি! এরকম একটি হামলা চালানোর জন্য কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়, তা অবশ্য জানায়নি বাইডেনের আমেরিকা।
অস্ত্র বিশেষজ্ঞদের ইঙ্গিত, এই হামলায় ব্যবহার করা হয়েছে ‘ম্যাকাব্রে হেলফায়ার আরএনএক্স’। ‘ওয়ারহেড-লেস মিসাইল’-এর বিশেষত্ব হল নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে একাধিক টুকরো করে ফেলবে, অথচ শব্দ বা বিস্ফোরণ হবে না। এর আগেও নাকি আর এক আল কায়দার অন্যতম শীর্ষনেতা আবু আল-খায়ের আল-মাসরির ওপর হামলা চালাতে ‘ম্যাকাব্রে হেলফায়ার আরএনএক্স’ ব্যবহার করা হয়েছিল। যদিও এ নিয়ে অবশ্য পেন্টাগন বা সিআইএ কোনও বিবৃতি জারি করেনি।
আবু আল-খায়ের আল-মাসরির হত্যার ক্ষেত্রে দেখা গিয়েছিল তাঁর গাড়ির ছাদে একটা বড় ছিদ্র। ভিতরের সব কিছু ভাঙ্গাচোরা। আশ্চর্যের বিষয়, আবু আল-খায়ের আল-মাসরির গাড়ির সামনের ও পিছনের অংশ অক্ষত। আঘাতের কোনও চিহ্ন-ই নেই।
উল্লেখ্য, শল্য চিকিৎসক হিসাবে মিশরের সেনাবাহিনীতে তিন বছর কাজ করেছিলেন জওয়াহিরি। পরে ক্লিনিক খোলেন মাদি এলাকায়। তিনি ১৯৭৮ সালে শল্য চিকিৎসায় স্নাতকোত্তরের ডিগ্রি লাভ করেন। আল কায়দার প্রধান আয়মান আল-জাওয়াহিরি মাথার দাম ধরা হয়েছিল আড়াই কোটি ডলার।


Skip to content