শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

ফের বৃষ্টিতে ভিজতে পারে দেশের একাধিক রাজ্য। হতে পারে ঘূর্ণিঝড়ও। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, একটি ঘূর্ণাবর্ত ধীরে ধীরে তৈরি হচ্ছে আন্দামান সাগরে। তার থেকেই হতে পারে ঘূর্ণিঝড়! ঘূর্ণাবর্তটি আগামী ১৮ অক্টোবর আন্দামান সাগরে তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্তটি শক্তি বাড়ালে ২০-২১ অক্টোবর নাগাদ তা নিম্নচাপে পরিণত হতে পারে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৭: হারিয়ে যাওয়ার আগে এ এক বিফল মৃত—'সঞ্জিবনী’ [০৮/০২/১৯৫২]

সোনার বাংলার চিঠি, পর্ব-২: তরুণ প্রজন্মের পছন্দের পর্যটন স্পট কক্সবাজার

আবহবিদরা মনে করছেন, ওই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ও হতে পারে। যদিও আদৌ ঘূর্ণিঝড় হতে পারে কিনা সে সম্পর্কে সোমবার বিকেলে নাগাদ জানা যেতে পারে। পাশাপাশি নিম্নচাপের জেরে কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাও সোমবার বিকেলে জানা যাবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে।

Skip to content