সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

দেশে গত দু’বছরে ৪,৪৮৬ জন জেলবন্দির মৃত্যু হয়েছে! মৃত্যুর সংখ্যার নিরিখে তালিকার শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। আরত দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। কেন্দ্রীয় সরকার মঙ্গলবার লোকসভায় এই তথ্য জানিয়েছে।
মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, ২০২০ এবং ’২১ সালে ৯৫২ জন জেলবন্দির মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশে। ২০২০ সালে ৪৫১ জন মারা গিয়েছেন। ২০২১ সালে সংখ্যাটি বেড়ে হয়েছে ৫০১ জন। এদিকে, গত দু’বছরে পশ্চিমবঙ্গে ৪৪২জন জেলবন্দির মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০২০ সালে ১৮৫টি ও ’২১ সালে ২৫৭টি মৃত্যু হয়েছে বাংলায়।
তৃতীয় স্থানে থাকা বিহারে দু’বছরে মোট ৩৯৬ জনের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুতে ২০২০ সালে মৃত্যুর সংখ্যা ছিল ৬৩টি। সেই সংখ্যা ২০২১ সালে বেড়ে হয়েছে ১০৯। যদিও কর্ণাটক এবং গোয়ায় জেলবন্দি মৃত্যু ১০-এর কম। কেন্দ্র এও জানিয়েছে, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশেও ১০-এর কম বন্দির মৃত্যু হয়েছে। গত দু’বছরে বন্দিমৃত্যুর সংখ্যা শূন্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে।
এর পাশাপাশি কেন্দ্র তথ্য বলছে, সারা দেশে ২০২০ থেকে ’২১ সালের মধ্যে ২৩৩ জনের মৃত্যু হয়েছে পুলিশি এনকাউন্টারে।

Skip to content