সোমবার ৭ অক্টোবর, ২০২৪


ছবি: সংগৃহীত।

রথে আগুন লেগে ছয় পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। বুধবার বিকাল ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে ত্রিপুরার উনকোটি জেলার কুমারঘাটে উল্টোরথ যাত্রার সময়। রথ টানার সময় তার চূড়া একটি উঁচু বৈদ্যুতিক তারে ছুঁয়ে গেলে রথটিতে আচমকা আগুন লেগে যায়। এই মর্মান্তিক ঘটনাতেই ছ’জনের মৃত্যু হয়েছে। ১৫ জন আহত হয়েছেন।
সূত্রের খবর, উল্টোরথ উপলক্ষে কুমারঘাটে প্রচুর দর্শনার্থী ভিড় জময়েছিলেন। লোহার তৈরি রথের দড়ি ধরে টানছিলেন কয়েকশো মানুষ। তখনই রথের চূড়া ১৩৩ কিলোভোল্টের বৈদ্যুতিক তারে ছুঁয়ে গেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
আরও পড়ুন:

ভৌতিক উপন্যাস: মিস মোহিনীর মায়া, পর্ব-৮: মাথার চুলটা পেছন থেকে এসে মুখটাকে ঢাকা দিয়ে দিয়েছে, মেয়েটি কি লাইনে ঝাঁপাতে চাইছে?

বয়ঃসন্ধির মুখে দাঁড়িয়ে সন্তান? বন্ধু হয়ে উঠতে এই ৫ টোটকায় ভরসা রাখতে পারেন অভিভাবকেরা

এ প্রসঙ্গে ত্রিপুরার এআইজি (আইন শৃঙ্খলা) জ্যোতিষ্মান দাস চৌধুরী জানিয়েছেন, ছ’জন ঘটনাস্থলেই মারা গিয়েছেন। দগ্ধ হয়েছেন ১৫ জন। হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন:

৮ ঘণ্টায় আমার শুটিং শেষ হয়ে যায়, এক মুহূর্তও ভ্যানিটি ভ্যানে বসে থাকি না: অক্ষয়

টাইমস অফ থিয়েটারের-এর শ্রুতিনাট্য সন্ধ্যা

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইটারে লেখেন, ‘‘কুমারঘাটে উল্টোরথ টানার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েক জন দর্শনার্থী প্রাণ হারিয়েছেন। অনেকেই আহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীর ভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। নিহত এবং আহতদের পাশে রাজ্য সরকার থাকবে।’’ মুখ্যমন্ত্রী মানিক সাহা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলেও তিনি টুইট করে জানিয়েছেন।

Skip to content