শনিবার ৯ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

মধ্যপ্রদেশের শাহদোল জেলায় ধান কাটতে গিয়ে বাঘের পেটে গেল এক বালিকা। এই ঘটনায় গোটা এলাকায় ত্রাস ছড়িয়ে পড়েছে। ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছেন মানুষ। জানা গিয়েছে, শাহদোলের জয়সিংহনগরে দিদা ও দিদির সঙ্গে মাঠে ধান কাটছিল ৯ বছরের পুনম গোন্দ। সেই সময়ই বাঘ এসে তুলে নিয়ে যায় তাকে। পরে জঙ্গলের মধ্যে আধখাওয়া দেহ উদ্ধার হয়।
পুনমের দিদা তেরাসিয়া গোন্দ বলেন, ‘‘আমি দুপুর আড়াইটে নাগাদ নাতনিদের নিয়ে মাঠে ধান কাটছিলাম। তখন হঠাৎ পুনমের কান্নার আওয়াজ পেয়ে ভেবেছিলাম কাটারি দিয়ে হয়তো হাত কেটে ফেলেছে। তাই কাঁদছে। কিন্তু পিছন ঘুরে দেখতে পাই, একটা বড় বাঘ মুখে করে পুনমকে জঙ্গলের দিকে নিয়ে দৌড়চ্ছে। আমি চিৎকার করে পুনমকে ছাড়ানোর চেষ্টা করি। কিন্তু বাঘটি ওকে নিয়েই জঙ্গলে ঢুকে যায়।’’
আরও পড়ুন:

নিত্যদিন স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি? আপনার সন্তানের উপরে এর প্রভাব কেমন পড়ে?

হোমিওপ্যাথি: কনজাংটিভাইটিসের ভয়? মিথ ভুলে এই সব সতর্কতা মেনে চলুন

শাহদোলের ডিভিশনাল বনাধিকারিক গৌরব চৌধরি জানান, জয়সিংহনগর ফরেস্ট রেঞ্জে বান্ধবগড় টাইগার রিজার্ভের তিন-চারটি বাঘ ঘুরে বেড়ায়। কিন্তু মানুষের উপর বাঘের হামলার ঘটনা এই প্রথম ঘটল। বন দফতরের একটি দল মানুষখেকো বাঘটিকে চিহ্নিত করার চেষ্টা করছে।
আরও পড়ুন:

জঙ্গলে মহুয়া খেয়ে গভীর ঘুমে মত্ত হাতির পাল! ড্রাম বাজিয়ে ঘুম ভাঙালেন গ্রামবাসী ও বনকর্মীরা

বাংলাদেশের জাগ্রত মন্দিরে মন্দিরে, পর্ব-৩৯: মুকুন্দ দাসের কালীমন্দিরে শ্যামাপুজোয় খুব ধুমধাম করে পুজো হয়

এ দিকে বাঘের হানার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সাধারণ মানুষ বাড়ি ছেড়ে বেরোতেও ভয় পাচ্ছেন। সাম্প্রতিক কালে অনেক বার বাঘের দেখা মিললেও মানুষের উপর হামলার কথা মনে করতে পারছেন না এলাকার প্রবীণরাও। বন দফতরের তরফ থেকে পুনমের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Skip to content