শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


রাইসিনার লড়াইয়ে এগোচ্ছেন দ্রৌপদী

প্রত্যাশা মতোই অঙ্কের হিসেব মিলে যেতে বসেছে। সংসদের গণনা শেষ হয়ে গিয়েছে আগেই। এখন চলছে বিধানসভার গণনা। এখনও পর্যন্ত মোট দশ বিধানসভার গণনা শেষ হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দ্রৌপদীর দখলে প্রায় ৭২ শতাংশ ভোট পড়েছে। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনায় বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিন্‌‌হার থেকে বিপুল ভোটের এগিয়ে রয়েছেন এনডিএ-র প্রার্থী দ্রৌপদী মুর্মু। এই মুহূর্তে দ্রৌপদীর প্রাপ্ত ভোট ১৩৪৯, মোট ভোটমূল্য ৪ লক্ষ ৮৩ হাজার ২৯৯। এদিকে, ৫৩৭টি ভোট পেয়েছেন যশবন্ত সিনহা। এই পর্যন্ত তাঁর মোট ভোটমূল্য ১ লক্ষ ৮৯ হাজার ৮৭৬।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের, বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিন্‌‌হার পক্ষে এই ব্যবধান কমানো প্রায় অসম্ভব। তাই, রাইসিনা হিলসে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মুর প্রবেশ কেবল সময়ের অপেক্ষা। উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ১৫ জন সাংসদের ভোট বাতিল হয়ে গিয়েছে। ব্যালট পেপারে ভুল ভাবে দাগ দেওয়ার জন্য ১৫ জন সাংসদের ভোট বাতিল করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

Skip to content