ঝাড়খণ্ডের লোহারদাগায় ভান্দ্রা ব্লকের বান্দা গ্রামের এক যুবক তাঁর দুই বান্ধবীকে বিয়ে করলেন। যদিও দুই কনেরই এই বিয়েতে সম্মতি ছিল। সন্দীপ ওরাওকে ভালোবাসেন তাঁর দুই বান্ধবী কুসুম লাকড়া এবং স্বাতী কুমারী। একই দিনে একই মণ্ডপে তাঁদের বিয়ে হয়। তিন বছর ধরে সন্দীপ এবং কুসুম লিভ-ইন সম্পর্কে ছিলেন। একটি সন্তানও রয়েছে। এর পর ঘটনা অন্যদিকে মোড় নেয়। এক বছর আগে সন্দীপ পশ্চিমবঙ্গের একটি ইটভাটায় কাজ শুরু করেন। তখন ওই ইটভাটায় কাজ করা স্বাতী কুমারীর সঙ্গে সন্দীপের আলাপ হয়। এরপর সন্দীপ গ্রামে ফিরে যান। যদিও তাঁদের মধ্যে যোগাযোগ অব্যাহত ছিল। পরে এই ঘটনার কথা প্রকাশ্যে এলে উভয়ের পরিবার ও গ্রামবাসীরা এই সম্পর্কের প্রবল বিরোধিতা করেন। সমস্যার সমাধানে গ্রামবাসীরা পঞ্চায়েত ডাকে। সেখানে সিদ্ধান্ত হয়, সন্দীপকে তাঁর দুই বান্ধবীকেই বিয়ে করতে হবে। বিস্ময়ের ব্যাপার হল, দুই বান্ধবী এবং তাঁদের পরিবারও এই বিয়েতে আপত্তি করেননি।