রবিবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

ইন্ডিগোর বিমান বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। রবিবার মুম্বই বিমানবন্দরে এরকম হুমকি চিঠি দেওয়া হয়েছে। ঘটনাটিকে ঘিরে বিমানবন্দরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় এই হুমকি ইমেল করা হয়েছে। মুম্বই বিমান কর্তৃপক্ষ বিষয়টিকে মোটেই হালকা ভাবে নিচ্ছেন না। সিআইএসএফ এবং বম্ব স্কোয়াড সব উড়ানেই তল্লাশি অভিযান চালাচ্ছে। সেই সঙ্গে পুরে বিমান বন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন:

বারবার ব্রা কিনতে গিয়ে থমকে যান? তাহলে জেনে নিন সঠিক অন্তর্বাস বেছে নেওয়ার সহজ উপায়

শারদীয়ার গল্প-৩: আলোকসংশ্লেষ

জানা গিয়েছে, মুম্বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ ওই হুমকি ইমেলে আসে। ওই চিঠিতে লেখা হয়েছে, ‘আমি ৬ই ৬০৪৫ বিমানটি উড়িয়ে দেব’। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎপর হয়ে ওঠে বিমান বন্দর কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে আমদাবাদগামী ইন্ডিগো বিমানে জোরদার তল্লাশি শুরু করা হয়। তবে ওই বিমানে কিছুই পাওয়া যায়নি। নিরাপত্তারক্ষীদের তল্লাশি অভিযানের পরে রাত ৯টা নাগাদ ইন্ডিগোর ওই বিমানটি গন্তব্যের উদ্দেশ্যে উড়ে যায়। ইন্ডিগো কর্তৃপক্ষ থানায় এফআইআর করেছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ (খুনের হুমকি), ৫০৫ এর ১ এবং ২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Skip to content