শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


জগদীপ ধনখড় এবং মার্গারেট আলভা।

এদিকে, উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল বিরোধী শিবির। রবিবার উপরাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করতে দিল্লিতে এনসিপি নেতা শরদ পওয়ারের বাড়িতে বৈঠক বসে। সেই বৈঠকে বিজেপি বিরোধী ১৭টি রাজনৈতিক দলের নেতারা অংশ নেয়। বৈঠক শেষে বিরোধী দলগুলির পক্ষ থেকে উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মার্গারেট আলভার নাম ঘোষণা করেন শরদ পওয়ার।
ডিএমকে, এসপি, জেএমএম শিবসেনা, সিপিআই, সিপিএম, ফব, এনসিপি-সহ ১৭টি দল মার্গারেটের আলভার নামে সম্মতি জানায়। রবিবারের এই বৈঠকে অবশ্য তৃণমূল এবং আপ অংশ নেয়নি। কংগ্রেস নেত্রী হিসেবেই পরিচিত মার্গারেট প্রতিপক্ষ ধনখড়ের তুলনায় অনেক বেশি ওজনদার হলেও ভোট সংখ্যা তাঁর পক্ষে নেই।
তৃণমূল আগেই জানিয়েছিল, ২১ জুলাইয়ের সমাবেশের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলে সাংসদদের নিয়ে বাদল অধিবেশন ও উপরাষ্ট্রপতি ভোট নিয়ে আলোচনা করবেন। এই কারণে তৃণমূল এই বৈঠকে অংশ নিতে পারবে না।
আগামী ১০ অগস্ট উপরাষ্ট্রপতি হিসেবে বেঙ্কাইয়া নায়ডুর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তাই অগস্টের ৬ তারিখে উপরাষ্ট্রপতি পদে ভোট হচ্ছে। আগামী ১৯ জুলাই উপরাষ্ট্রপতি পদে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২০ জুলাই মনোনয়ন যাচাই হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২২ জুলাই।

Skip to content