বৃহস্পতিবার ৭ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

সাতসকালে মুম্বইয়ের হোটেলে বোমাতঙ্ক ছড়াল। মঙ্গলবার সকালে মুম্বইয়ের একটি হোটেলে বোমা রাখা রয়েছে বলে তীব্র আতঙ্ক ছড়ায়। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি হোটেলে বোমা রাখা রয়েছে বলে ফোন করে হুমকি দেন বলে অভিযোগ।
এএনআই সূত্রে জানা গিয়েছে, ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি হোটেলে ফোন করে জানিয়েছেন, হোটেলের মধ্যে মোট চার জায়গায় বোমা রাখা রয়েছে। তিনি এও দাবি করেন যে, ওই বোমাগুলি নিষ্ক্রিয় করতে হলে তাঁকে পাঁচ কোটি টাকা দিতে হবে। খবর পেয়েই দ্রুত ঘটনার তদন্ত শুরু নেমেছে মুম্বই পুলিশ।
উল্লেখ্য, কিছু দিন আগেই ফের ২৬/১১-এর ধাঁচে মুম্বইয়ে জঙ্গি হামলা চালানো হবে বলে মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোলের হোয়াটসঅ্যাপ নম্বরে পাকিস্তানের একটি নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল। সেই হুমকি ফোনে বলা হয়েছিল, ‘মুম্বইয়ে হামলা চালানো হবে। সেই হামলা এমন হবে যে ২৬/১১-কে মনে করাবে। আমার ফোন নম্বর যাচাই করে দেখলে, তা ভারতের লোকেশনই দেখাবে। মোট ছ’জন বিস্ফোরণ ঘটাবে। বিস্ফোরণ হবে মুম্বই শহরে। যদি ওসামা বিন লাদেন, আজমল কসাব ও আয়মান আল-জওয়াহিরিকে হত্যা করা হয়, তা হলে এরকম আরও অনেক কিছু ঘটবে ভবিষ্যতে।’
পাশাপাশি কয়েক দিন আগেই, মুম্বইয়ের কাছাকাছি রায়গড়ের হরিহরেশ্বর সৈকতের কাছ একটি নৌকা থেকে অস্ত্র উদ্ধার করা হয়। সেই সব অস্ত্রের মধ্যে ছিল একে-৪৭ রাইফেল। সেই তথ্য সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। এর পর আজ মুম্বইয়ের হোটেলে বোমা রাখার হুমকি ফোন নতুন করে তীব্র আতঙ্ক তৈরি করেছে বাণিজ্যনগরীতে।


Skip to content