মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার।
বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল কর্নাটকে। এক দফায় ভোট হবে। দক্ষিণের এই রাজ্যে ভোট হবে আগামী ১০ মে। ভোটের ফল ঘোষণা হবে ১৩ মে। বুধবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার।
ইতিমধ্যেই কংগ্রেস এবং জেডিএস প্রথম দফার প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এর মধ্যে কংগ্রেস ১২৪টি এবং জেডিএস ৯৩টি আসনের জন্য প্রার্থী দিয়েছে। আগের বার ভোটে বিজেপি জিতেছিল ১১৯টি আসন। আর কংগ্রেস ৭৫টি আসন এবং জেডিএস ২৮টি আসন পেয়েছিল।
আরও পড়ুন:
প্রয়াত শিল্পী ভিভান সুন্দরম, বয়স হয়েছিল ৭৯
করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা দু’হাজারের গণ্ডি পার, বেড়েছে মৃতের সংখ্যাও
কংগ্রেস লাগাতার কর্নাটকে দুর্নীতির অভিযোগে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে। অন্য দিকে, দ্বিতীয় বার কর্নাটক জয়ের স্বপ্ন দেখছে বিজেপি। গত রবিবার কর্নাটকে সরকারি প্রকল্পের শিলান্যাসে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন মোদী কর্নাটকে আবার সরকার গড়ার দাবি করেছেন।