শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


জগদীপ ধনখড়

রাষ্ট্রপতির পর উপরাষ্ট্রপতি পদেও চমক বিজেপির। এবার এনডিএ মনোনীত উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হলেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়। শনিবার দলের সংসদীয় বৈঠকের পর জগদীপ ধনকরের নাম ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার রাজ্যপালকে শুভেচ্ছা জানিয়েছেন।
শনিবার দলের সংসদীয় বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, নিতিন গডকড়ী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। রাজনৈতিক পর্যবেক্ষকদের হিসেব বলছে, এই মুহূর্তে এনডিএ-র যে সংখ্যা রয়েছে, তাতে পরবর্তী উপরাষ্ট্রপতি হতে জগদীপ ধনখড়ের সমস্যা হওয়ার কথা নয়।

উল্লেখ্য, জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন ২০১৯-এর জুলাইয়ে। রবিবার বিরোধী শিবিরের বৈঠক রয়েছে। সেই বৈঠকে পরবর্তী উপরাষ্ট্রপতি হিসেবে কার নাম ঘোষণা করা হয়, সেটাই এখন দেখার। ধনকড়কে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী মোদি টুইটারে লিখেছেন, ‘জগদীপ ধনকড় সংবিধান সম্পর্কে অভিজ্ঞ। সংসদীয় বিষয়ে তাঁর যথেষ্ট জ্ঞান রয়েছে। আমার বিশ্বাস, রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে উপযুক্ত দায়িত্ব পালন করবেন তিনি।’
এই আবহে একটি অনিবার্য প্রশ্ন উঠে আসছে, তাহলে বাংলার পরবর্তী রাজ্যপাল হয়ে কে আসছেন?

Skip to content