![](https://samayupdates.in/wp-content/uploads/2024/02/Gyanvapi-Mosque-Case.jpg)
মুসলিম পক্ষের আর্জি খারিজ করল হাই কোর্ট। হিন্দুরা জ্ঞানবাপী মসজিদের তহখানায় পুজো এবং আরতি চালিয়ে যেতে পারবেন। সোমবার এমনটাই জানাল ইলাহাবাদ হাই কোর্ট। এর আগে বারাণসীর জ্ঞানবাপীর তহখানায় হিন্দুদের পুজো এবং আরতি করার অনুমতি দিয়েছিল বারাণসী জেলা আদালত। যদিও মুসলিম পক্ষ বারাণসী জেলা আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ইলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হয়।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/01/Samay-Updates_Madhyamik-2024.jpg)
২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এল, কবে থেকে পরীক্ষা শুরু, জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/04/Bally-Fat.jpg)
ভুঁড়ি বেড়েই চলেছে? রোজ সকালে খালি পেটে কী কী খেলে ঝরবে ওজন?
বারাণসী জেলা আদালতের নির্দেশের বিরুদ্ধে ‘অঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি’ হাই কোর্টে আর্জি জানিয়েছিল। মামলাটি ইলাহাবাদ হাই কোর্টে বিচারপতি রোহিতরঞ্জন আগরওয়ালের একক বেঞ্চে চলছিল। সোমবার রোহিতরঞ্জন আগরওয়ালের একক বেঞ্চ জানিয়ে দেয়, জ্ঞানবাপী মসজিদ চত্বরের দক্ষিণ দিকে ‘ব্যাসজি কা তহখানা’য় হিন্দু পক্ষ পুজো এবং আরতি চালিয়ে যেতে পারবেন।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/02/Sundarban-1-2.jpg)
এই দেশ এই মাটি, পর্ব-৩৭: সুন্দরবনের নদীবাঁধের ভবিতব্য
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/02/Mahakavya.jpg)
মহাকাব্যের কথকতা, পর্ব-৫১: কচ, দেবযানী ও মহান শুক্রাচার্য— প্রেম, প্রতিহিংসা, উদারতায় অনন্য তিন দৃষ্টান্ত?
সম্প্রতি বারাণসীর জেলা আদালত জ্ঞানবাপী মসজিদের ‘সিল’ করা একটি তহখানায় হিন্দুদের পুজো করার অনুমতি দিয়েছিল। বারাণসীরজেলা বিচারক অজয়কুমার বিশ্বেস গত ১ ফেব্রুয়ারি সেই নির্দেশ দিয়েছিলেন। ইলাহাবাদ হাই কোর্টে এই নির্দেশকে চ্যালেঞ্জ জানায় ‘অঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি’। উল্লেখ্য, প্রায় একই সময় বিচারক অজয়কুমার বিশ্বেসের নির্দেশ মেনে জেলা প্রশাসনের উদ্যোগে ‘ব্যাসজি কা তহখানা’-য় আরতি এবং পুজোপাঠ শুরু হয়।