রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আবার জঙ্গি হানা। এখন সেখানে সেনা ও জঙ্গি গুলির লড়াই চলছে। কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুওয়ামার লারো-পারিগাম এলাকায় জঙ্গিদের সঙ্গে পুলিশ এবং নিরাপত্তাবাহিনীদে গুলির লড়াই চলছে। এখনও হতাহতের কোনও খবর নেই।

আরও পড়ুন:

বুধে ঘন অন্ধকারে ঢাকা চাঁদে নামবে ভারত, সরাসরি দেখা যাবে ফেসবুক ও ইউটিউবে, সময় জানিয়ে দিল ইসরো

দৌড়ে এগিয়ে থেকেও কি কিয়ারা ছিটকে গেলেন! ‘ডন ৩’-তে রণবীরের বিপরীতে কোন নায়িকা?

এ নিয়ে কাশ্মীর জোন পুলিশ ‘এক্স’ (টুইটার)-এ লিখেছে, “পুলওয়ামার লারো-পারিগাম অঞ্চলে জোর গুলির লড়াই শুরু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এবং নিরাপত্তাবাহিনী উপস্থিত রয়েছে।” জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় বারিয়ামা অঞ্চলে গত ৬ অগস্ট, সেনা ও পুলিশ গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়। তার দু’ দিন ৪ অগস্ট রাজৌরির খাওয়াস এলাকায় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই হয়। কুলগাম জেলায় সেনা-জঙ্গি সংঘাতে জঙ্গিদের গুলিতে এ বার তিন সেনা জওয়ান নিহত হয়েছিলেন।

আপনার রায়

ইসরোর চন্দ্রযান-৩ কি তৃতীয় বারের এই অভিযানে সাফল্যের স্বাদ পাবে?

Skip to content