![](https://samayupdates.in/wp-content/uploads/2022/04/covid-vec.jpg)
ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
বড়দের পর এবার ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের কোভ্যাক্সিন ব্যবহারে ছাড়পত্র দিল কেন্দ্র। সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে। ডিসিজিআই জরুরি ভিত্তিতে এই ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। শীঘ্রই টিকা দেওয়া চালু হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৩ জন। বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ৩০ লক্ষ ৬২ হাজার ৫৬৯। দিল্লিতে আবারও করোনার প্রকোপ বাড়ছে। রাজধানীতে একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১ জন। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৫ হাজার ৬৩৬। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। এখনও পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ৬২২ জন।