বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


রাহুলের সাংসদ পদ খারিজ করল লোকসভার সচিবালয়।

‘মোদী’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে সাংসদ রাহুল গান্ধীর দু’বছর জেলের সাজা হয়েছে। এ বার লোকসভার স্পিকার ওম বিড়লা তাঁর সাংসদ পদ খারিজ করলেন। শুক্রবার লোকসভা সচিবালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
গুজরাতে সুরাত জেলা আদালত বৃহস্পতিবার রাহুল গান্ধীকে ২ বছর জেলের সাজা দিয়েছিল। ভারতীয় সংবিধানের জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ এবং ১০২(১)-ই অনুচ্ছেদ অনুযায়ী তাঁর সাংসদ পদ খারিজ করা হয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার কংগ্রেস অন্য বিরোধী দলগুলিকে নিয়ে আন্দোলনের পথে নেমেছে। তাদের অভিযোগ, নরেন্দ্র মোদী সরকারে বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগ করছেন।
আরও পড়ুন:

নরেন্দ্র মোদীর পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য, রাহুল গান্ধীকে ২ বছরের জেলের সাজা শোনাল আদালত!

রেলে বিনা টিকিটের যাত্রীদের ধরে নজির, রেলকে ১ কোটি দিলেন দেশের প্রথম মহিলা টিকিট পরীক্ষক

শুক্রবার কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়্গে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে ১২টি বিরোধী দলের নেতারা উপস্থিত ছিলেন। এর পরে তাঁরা সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি ভবনে যান মিছিল করে। ওই আইন অনুযায়ী, রাহুল অন্তত আগামী ৬ বছর কোনও ভোটে লড়তে পারবেন না।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-২৯: অমরগীতি ছবিতে রাজাবাবু চরিত্রে তরুণ মজুমদারের প্রথম পছন্দ ছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়

বাড়িতে নেলপলিশ রিমুভার নেই? চটজলদি সমাধান পান এই সব ঘরোয়া উপায়েই

সুরাত জেলা আদালত রাহুলকে ১০ হাজার টাকার জামিনে মুক্তি দিয়েছে। সেই সঙ্গে তাঁকে ৩০ দিনের মধ্যে উচ্চতর আদালতে আপিলের অনুমতিও দেওয়া হয়েছে। তবে দোষী সাব্যস্ত করার উপর বিচারক স্থগিতাদেশ দেননি। আইন বিশেষজ্ঞদের একাংশের কথায়, ২০১৩ সালের সুপ্রিম কোর্টের একটি রায় সাংসদের পদ রক্ষার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

Skip to content