শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


বিজেপি নেত্রী দ্রৌপদী মুর্মু

রাষ্ট্রপতি নির্বাচনে ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু হচ্ছেন এনডিএ জোটের প্রার্থী। দ্রৌপদী ওড়িশার একজন প্রাক্তন মন্ত্রীও। মঙ্গলবার বিজেপির বৈঠকের পর তফসিলি জনজাতি সম্প্রদায়ের নেত্রী দৌপদীর মুর্মুর নাম ঘোষণা করেন জেপি নড্ডা। এ বার রাষ্ট্রপতি ভোটের অঙ্ক নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, দেশ এই প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হতে চলেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের যুক্তি, ভোটমূল্যের প্রাথমিক হিসাবে বিরোধী দলের প্রার্থী যশবন্ত সিনহার থেকে এগিয়ে রয়েছেন দ্রৌপদী। পেশায় শিক্ষিকা দ্রৌপদী ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়রাংপুর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। দ্রৌপদী ২০০০ এবং ২০০৪ সালে নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন বিজেডি-বিজেপি জোট সরকারের পরিবহণ, পশুপালন, মৎস্য দফতরের মন্ত্রীও হয়েছিলেন। তিনি ওড়িশার সেরা বিধায়ক ২০০৭ সালে। পরে ২০১৫-র মে থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত দ্রৌপদী ঝাড়খণ্ডের রাজ্যপালের পদ সামলেছিলেন।

Skip to content