শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

বিহারের মুজফ্‌ফরপুরের বাসিন্দা সুনীতা দেবী শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর জরায়ুর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, জরায়ু বাদ দেওয়া তো দূরের কথা, চিকিৎসকরা সুনীতার দু’টি কিডনিকেই বাদ দিয়ে দিয়েছেন। এখানেই শেষ নয়, সুনীতার দু’টি কিডনি কোথায় গেল, তা রোগী এবং তাঁর পরিবার কেউই জানেন না!
সুনীতা দেবী মুজফ্‌ফরপুরের বেরিয়ারপুর গ্রামের বাসিন্দা। গত ৩ সেপ্টেম্বর তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুনীতার পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের পরে সুনীতার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সুনীতা তাড়াতাড়ি শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজে চিকিৎসকরা জানিয়েছেন, সুনীতা দেবীর দু’টি কিডনিই নেই। তাঁকে পটনা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে ডায়ালিসিসের জন্য।
আরও পড়ুন:

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?

বেসরকারি হাসপাতাল এবং তাঁর মালিক পবন কুমারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে রোগীর পরিবার। অভিযুক্ত চিকিৎসককে পুলিশের কাছে গ্রেফতারের দাবি করা হয়েছে। পরিবারের উধাও হয়ে যাওয়া দু’টি কিডনি ফিরিয়ে দেওয়ার আর্জি জানান। এর পর পুলিশ তদন্তে নামে। প্রাথমিক তদন্তের পর জানা যায়, ওই বেসরকারি হাসপাতালটি অবৈধ ভাবে চলছিল। অভিযুক্ত চিকিৎসকের যাবতীয় শংসাপত্র ভুয়ো। তাঁকে গ্রেফতার করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে হাসপাতালটিকে।
আরও পড়ুন:

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

পটনা মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, সুনীতার শারীরিক অবস্থা সঙ্কটজনক। নিয়মিত তাঁর ডায়ালিসিস করা হচ্ছে। কেউ কিডনি দান করলে, তা সুনীতার শরীরে প্রতিস্থাপন করা হবে।

Skip to content