রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


স্বাধীনতা মানে—
ভোরের আকাশ,
রক্তস্নাত রবি।
স্বাধীনতা মানে—
হৃদয় মাঝে,
উচ্ছ্বসিত কবি।


আজ আমাদের স্বাধীনতার ৭৫ বছর সম্পূর্ণ। স্বাধীন ভারত গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতায় এক ও অনন্য। আমাদের দেশ আজ পৃথিবীর বৃহত্তম প্রজাতন্ত্র, যা সারা বিশ্বের কাছে উজ্জ্বলতম দৃষ্টান্ত।

আমার কাছে স্বাধীনতা দিবসের একটা ছোটবেলা আর একটা বড়বেলা আছে। ছোটবেলায় স্বাধীনতা দিবস মানেই ভোরবেলা ঘুম থেকে ওঠা, পরিষ্কার ইউনিফর্ম আর সাদা জুতো পরে স্কুলে যাওয়া, জাতীয় সঙ্গীত, পতাকা উত্তোলন আর একমুঠো লজেন্স। সেদিনটা ছিল পড়াশোনার চোখরাঙানি মুক্ত এক পূর্ণ স্বাধীনতা। আর তাই ভীষণ আনন্দের একটা দিন।

একটু বড় হতেই স্বাধীনতার মানেটা ধীরে ধীরে বদলে যেতে থাকলো। তখন স্বাধীনতা মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের স্বাধীনতা, নিজের রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা, আর সমাজের পিছিয়ে পড়া মানুষকে হাত ধরে টেনে তোলার স্বাধীনতা।
আজ পরিণত বয়সে পৌঁছে স্বাধীনতা শব্দটা এক ভিন্ন উপলব্ধি নিয়ে আসে। এখন আমার কাছে স্বাধীনতা মানে নিরক্ষরতা, দারিদ্র্য, অপুষ্টি আর বেকারত্বের জ্বালা থেকে মুক্তির স্বাধীনতা।

আসুন আজ স্বাধীনতা দিবসের এই মহান সন্ধিক্ষণে আমরা অঙ্গীকার করি একটি শিশুও যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, স্বাস্হ্যের অধিকার থেকে বঞ্চিত না হয়, সুরক্ষিত ভবিষ্যত থেকে বঞ্চিত না হয়। কারণ তারাই জাতীর মেরুদণ্ড, আগামীর দেশ তৈরির কারিগর।

স্বাধীনতা মানে—
দৃড় প্রত্যয়,
নতুন অঙ্গীকার।
স্বাধীনতা মানে—
অটুট মৈত্রী,
বিশ্ব পরিবার।

Skip to content