পুঞ্চে সেনার গাড়িতে জঙ্গি হানা।
বজ্রপাত নয়, ভারতীয় সেনার পাঁচ জওয়ানের মৃত্যু হয়েছে জঙ্গি হামলায়। ঘটনাটি জম্মু-কাশ্মীরের পুঞ্জ জেলার। পাঁচ জওয়ানের মৃত্যুকে ঘিরে শুরুতে ধন্দ তৈরি হয়েছিল। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল, সেনার গাড়িতে বজ্রপাতের কারণে জওয়ানদের মৃত্যু হতে পারে। যদিও ভারতীয় সেনা বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, বজ্রপাতের কারণে নয়, সেনার গাড়ির উপর গ্রেনেড হামলা হয়েছে। তার জেরেই পাঁচ সেনাকর্মীর মৃত্যু হয়েছে।
বিবৃতি জারি করা হয় সেনার নর্দার্ন কমান্ডের সদর দফতর থেকে। সেই বিবৃতিতে বলা হয়, ‘‘আজ (বৃহস্পতিবার), আনুমানিক দুপুর ৩টে নাগাদ ভিমবের গালি থেকে রাজৌরি সেক্টরের পুঞ্চে যাচ্ছিল সেনার একটি গাড়ি। সে সময় তার উপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় জঙ্গিরা। তখন ভারী বৃষ্টি হচ্ছিল। মূলত দৃশ্যমানতা কমে যাওয়ার সুযোগ নেয় জঙ্গিরা। সম্ভবত গ্রেনেড হামলার জন্যই গাড়িটিতে আগুন ধরে যায়।’’
আরও পড়ুন:
গরমে দিন-রাত ফ্রিজ চলে? এই সব টোটকায় কম আসবে বিদ্যুতের বিল
ঠিক কত বার যৌন মিলনে দাম্পত্য সুখের হয়
সূত্রের খবর, মৃত রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের সদস্যদের জঙ্গি মোকাবিলার কাজে পাঠানো হচ্ছিল। সেনা এও জানিয়েছে, ওই ঘটনায় একজন সেনাকর্মীও আহত হয়েছেন। রাজৌরির সেনা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ঘটনার পরে শুরু হয়েছে চিরুনিতল্লাশি।