রবিবার ২৯ সেপ্টেম্বর, ২০২৪


অ্যাঞ্জেলিনা জোলি

১ জুলাই চিকিৎসক দিবস। বহু কৃতিত্বের অধিকারী সুপারস্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে মুকুটে জুড়তে চলেছে আরেকটি পালক। হলিউড নায়িকা অ্যাঞ্জেলিনা জোলির স্তন প্রতিস্থাপনের উপাদান দিয়ে তৈরি হচ্ছে এক বঙ্গললনার কৃত্রিম স্তন। এই নজিরবিহীন অস্ত্রোপচার হতে চলেছে এই হাসপাতালে। ৩৭ বছরের এই মহিলার জিন পরীক্ষা করে দেখা গিয়েছে— বিআরসিএ১ এবং বিআরসিএ২ পজিটিভ। এই দুই জিন পজিটিভ হওয়া মানে শরীরে ক্যানসার থাবা বসাবে।
এসএসকেএম হাসপাতালের সার্জন ডাঃ দীপ্তেন্দ্র সরকার জানিয়েছেন, ওই মহিলার একদিকের স্তনে ক্যানসার ছিল, যা কেমো দিয়ে অনেকটা ছোট করে দেওয়া হয়। যেহেতু মহিলার জিনে স্তন ক্যানসারের পূর্বাভাস রয়েছে, তাই দুটি স্তন বাদ দিয়েই নতুন করে তৈরি করে দেওয়া হবে। এক্ষেত্রে স্তন রিকনস্ট্রাকশনের জন্য সিলিকন ইমপ্ল্যান্ট ব্যবহার করা হবে। ইমপ্ল্যান্টটাকে আচ্ছাদন ব্যবহার করা হবে সেই সব উপাদান যা ব্যবহার করেছিলেন খোদ অ্যাঞ্জেলিনা জোলি!
দুটো স্তনে শুধু সেই আচ্ছাদন ব্যবহারের খরচ পড়বে ৪ লক্ষ টাকা। এসএসকেএম হাসপাতালে তা করা হবে সম্পূর্ণ বিনামূল্যে। সেই স্তনের আচ্ছাদনের নাম এসেলুলার ডার্মাল ম্যাট্রিক্স যা বহুমূল্য। দেশের মধ্যে বাংলাই প্রথম তা ব্যবহার করছে। চিকিৎসক দিবসে এসএসকেএম হাসপাতালে উপস্থিত থাকবেন ইংল্যান্ডের বিশিষ্ট ব্রেস্ট অঙ্কোলজিস্ট ডাঃ সুমোহন চট্টোপাধ্যায়।

Skip to content