শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

আধুনিক জীবন যাত্রায় সবচেয়ে বড় সমস্যাগুলির অন্যতম পুরুষদের বন্ধ্যাত্ব। এটা যে শুধু শুক্রাণু উৎপাদনে অভাবেই হচ্ছে তা নয়, অনেক সময় যৌন সম্পর্কের সময় পর্যাপ্ত পরিমাণে উত্তেজিত না হতে পারাটাও এর অন্যতম একটি কারণ। পুরুষদের বন্ধ্যাত্ব তৈরি হওয়ার পাঁচটি সম্ভাব্য কারণের কথা উল্লেখ করেছেন এ বিষয়ে বিশেষজ্ঞরা।
 

কোন কোন বিষয়ে সতর্ক হবেন

 

ধূমপান

এখনকার দিনে অল্পবয়সী যুবকদের মধ্যে ধূমপানের মাত্রা প্রায় ভয়াবহ আকার ধারণ করেছে। ধূমপান করলে শুক্রাণু উৎপাদনের ক্ষমতা দ্রুত কমে যায়। এমনকি ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ ইডি সমস্যা খুব ভয়াবহ আকারে বেড়ে যায়।

আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-৬৩: আমার মালতী লতা কী আবেশে দোলে…

দশভুজা, সরস্বতীর লীলাকমল, সরস্বতীর লীলাকমল, পর্ব-২৩: তরু দত্ত— এক আনন্দ বিষাদের তরুলতা

 

মানসিক চাপ

এখন কমবেশি সকলেই নানান রকম মানসিক চাপের মধ্যে থাকেন, যার সরাসরি প্রভাব পড়ে পুরুষদের ক্ষেত্রেও।
 

খাদ্যাভ্যাস

বেহিসেবি খাওয়া দাওয়া, অনিয়ন্ত্রিত জীবনযাপন ফলে যাদের শরীরে মেদের পরিমাণ বেশি সেই সকল পুরুষদের বন্ধ্যাত্বের হার বেশি।

আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৬৩: বাবু ডাক্তার ও ‘ডাক্তারবাবু’

মুভি রিভিউ: দ্য ওয়েডিং গেস্ট—অনাহুত গেস্ট দেব স্বয়ং অপহরণ করলেন কনে রাধিকাকে

 

মদ্যপান

যদিও মদ্যপান সক্রিয় ভাবে পুরুষের যৌনস্বাস্থ্যে প্রভাব ফেলে না। তাই সপ্তাহে ২ দিন বা ৩ দিন নিয়ন্ত্রিত পরিমাণে মদ্যপান করলে বন্ধ্যাত্বের জন্য সমস্যা হয়ে দাঁড়ায় না। কিন্তু প্রতিদিন মদ্যপান করলে এই সমস্যাটি হতে পারে। তাই সেই বিষয়ে সতর্ক হওয়া দরকার।

আরও পড়ুন:

আপনার লুকে কেমন সানগ্লাস মানানসই জানেন?

বেশির ভাগ সময়েই এসি ঘরে কাটে? এই ৫টি রোগ কিন্তু নিঃশব্দে বেড়ে চলেছে, জানতেন?

 

ওষুধ

অনেকেই মানসিক চাপ কমানোর জন্য নানান রকম ওষুধ খেয়ে থাকেন। এই সব ওষধের নানা পার্শ্ব-প্রতিক্রিয়া থাকে। এর মধ্যে অন্যতম হল, যৌনতা সম্পর্কে আগ্রহ এবং যৌন ক্ষমতা কমে যাওয়া। তাই নতুন কোন ওষুধ খাওয়ার আগে তার পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে ভালো করে জেনে নেওয়া উচিত।


Skip to content