সোমবার ৮ জুলাই, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

এর মধ্যেই প্রচণ্ড গরম পড়ে গিয়েছে। রোদের তাপে তেতে উঠছে বাড়িঘর। দুপুরের দিকে সূর্য যখন মধ্যগগনে, তখন বাড়িতে থাকাই দায় হয়ে উঠছে। অগত্য ভরসা হয়ে উঠেছে ফ্যান আর বাতানুকূল যন্ত্র। কিন্তু যন্ত্র যে কোনও সময় বিকল হতে পারে। আবার লোডশেডিং হওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তাই সব সময়ে যন্ত্রের উপর ভরসা না করে ঘর ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে অন্য ভাবে।
 

রইল কয়েকটি উপায়

 

জানলা-দরজা

দুপুর থেকেই বাড়ির জানলা বন্ধ করে দিতে হবে। না হলে রোদ ঢুকে ঘর বেশি উত্তপ্ত হয়ে উঠবে। বিকেলের পর থেকে বাইরের তাপমাত্রা কমতে থাকে। তখনও সব জানলা-দরজা বন্ধ করে রাখেন, তা হলে আপনার ঘর আরও বেশি গরম হয়ে উঠবে। তাই সন্ধ্যার পর জানলা, দরজা খুলে দিন। এতে ঘরে হাওয়া-বাতাস খেলতে পারবে। একটু পরে এমনিতেই ঘর ঠান্ডা হয়ে আসবে।

আরও পড়ুন:

গরমের দিনে ত্বকের যত্নে বেসন কী ভাবে ব্যবহার করবেন?

মুভি রিভিউ: ভোটের বাজারে জমে যাবে ম্যাডাম চিফ মিনিস্টার

 

সিলিং ফ্যান

সিলিং ফ্যান ঘুরলে হাওয়া পাওয়ার বদলে মনে হচ্ছে যেন আরও বেশি ঘর গরম হয়ে উঠছে? হতে পারে ফ্যান অপরিষ্কার হয়ে রয়েছে। ঝুল পরিষ্কার করে দিন। অনেক সময়ে ফ্যান অপরিষ্কার থাকলে ঠিক মতো হাওয়া পাওয়া যায় না। তেমন হলে দেখে ফ্যানে ধুলো-ময়লা জমে আছে কি না, তা এক বার সার্ভিসিং করে নিন।

আরও পড়ুন:

মুভি রিভিউ: ভোটের বাজারে জমে যাবে ম্যাডাম চিফ মিনিস্টার

মুভি রিভিউ: ভোটের বাজারে জমে যাবে ম্যাডাম চিফ মিনিস্টার

 

পর্দার ব্যবহার

ঘরের জানলায় অনেক সময়েই হালকা রঙের পাতলা পর্দা ব্যবহার করে থাকি। কিন্তু গরমকালে এগুলি করলে একদম চলবে না। ঘরে রোদ আটকানোর জন্য ভারী পর্দা অত্যন্ত প্রয়োজনীয়। তাই গরমকালে দযায়কিংবা জানলায় শৌখিন মাদুরের পর্দাও ব্যবহার করতে পারেন। এতে ঘরঅনেক বেশি ঠান্ডা থাকবে।


Skip to content