শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


সম্প্রতি ভারতে ‘জিটি নিও ৩’ ফোনের আত্মপ্রকাশ ঘটল। এটি একটি গেমিং ফোকাস স্মার্ট ফোন। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ৫জি প্রসেসর। এই ফোনে ৬.৭ ইঞ্চির একটি ২ কে ডিসপ্লে দেওয়া হয়েছে। এর রিফ্রেশ রেট ১২০ হার্ৎজ এবং টাচ স্যাম্পলিং রেট ১, ০০০ হার্ৎজ। এছাড়াও, ‘জিটি নিও ৩’তে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সল। এই ফোনে রয়েছে দুটি ভ্যারিয়েন্ট। এর মধ্যে একটিতে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৫০ ওয়াট আল্ট্রা ডার্ট টার্জিং এবং অন্যটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৮০ ওয়াট সুপারডার্ট চার্জিং সাপোর্ট করবে।

স্পেসিফিকেশন এবং আকর্ষণীয় ফিচার

‘রিয়েলমি জিটি নিও ৩’ ফোনটিতে সফটওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম ভিত্তিক ইউআই ৩.০। পারফরম্যান্সের দিক থেকে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ জি প্রসেসরের সাহায্যে ফোনটি চালিত হবে। ‘জিটি নিও ৩’ ফোনটিতে একটি ডেডিকেটেড ডিসপ্লে প্রসেসর রয়েছে, যা ফোনের পিকচার স্মুথনেসের পরিণত করতে সাহায্য করে। এই ফোনে গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। তার মধ্যে রয়েছে হিট ডিসিপেশনর জন্য স্টেইনলেস স্টিল ভেপর কুলিং টেকনোলজি। এই ডুয়াল সিম সাপোর্টেড এই ‘রিয়েলমি জিটি নিও ৩’ ফোনটিতে রয়েছে একটি ৫০ মেগাপিক্সল সনি আইএমএক্স ৭৬৬ সেন্সর। এই ফোনে সেকেন্ডারি ক্যামেরা হিসাবে রয়েছে একটি ৮ মেগাপিক্সল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সল ম্যাক্রো ক্যামেরা। ‘রিয়েলমি জিটি নিও ৩’ ফোনটিতে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সল ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে। আর চার্জিং ও ব্যাটারির দিক থেকে এই ফোনের যে দুটি ভার্সন আছে, তাতে দেখবেন, আপনার কেনা এই নতুন ফোন ৩২ মিনিটের মধ্যেই ১০০ শতাংশ চার্জড আপ হয়ে যাবে।

ফোনটির দাম এবং কবে কোথায় পাওয়া যাবে

মোট তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহযোগে ভারতে লঞ্চ করেছে ‘রিয়েলমি জিটি নিও ৩’। এর মধ্যে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের দাম ৩৬,৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম মাত্র ৩৮ হাজার ৯৯৯। ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের দাম ৪২, ৯৯৯ টাকা। অ্যাসফল্ট ব্ল্যাক, নাইট্রো ব্লু, স্প্রিন্ট হোয়াইট, এই তিনটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে নতুন ফোনটিতে। আগামী ৪ মে থেকে রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ড এবং দেশের বিভিন্ন রিটেল স্টোরে পাওয়া যাবে ‘জিটি নিও ৩’।


Skip to content