ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
সম্প্রতি ভারতের বাজারে এসেছে ‘ওয়ানপ্লাস ১০-আর’ ফোন। ইতিমধ্যে শুরু হয়েছে বিক্রির পর্বও। ওয়ানপ্লাস ১০-আর ফোনের প্রধান আকর্ষণ হল এতে থাকা বিশ্বমানের ফাস্ট চার্জিং প্রযুক্ত। এই স্মার্টফোন দুটি মডেলে পাওয়া যাচ্ছে। একটিতে ৫০০০ এমএইচ ব্যাটারির সঙ্গে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং-এর সুবিধা রয়েছে। এক থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ হতে সময় লাগবে মাত্র ৩২ মিনিট। অন্য মডেলটিতে ৪৫০০ এমএইচ ব্যাটারি এবং ১৫০ ওয়াটের সুপার ভিভিওসি চার্জিং-এর সুবিধা মিলবে। এক্ষেত্রে মাত্র ১৭ মিনিটেই এক থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে।
‘ওয়ানপ্লাস ১০-আর’ ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯০ টাকা। ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের দাম পড়বে ৪২,৯৯৯ টাকা। ওয়ানপ্লাস ১০আর-এর আর একটি মডেলও আছে। ৫জি এন্ডুরেন্স এডিশনের এই ফোনে রয়েছে ১৫০ ওয়াটের সুপার ভিওওসি ফাস্ট চার্জিং ফিচার-সহ ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। দাম ৪৩,৯৯৯ টাকা। ফরেস্ট গ্রিন এবং সিয়েরা ব্ল্যাক রঙের ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনে ৮০ ওয়াটের চার্জিংয়ের সুবিধা মিলবে। ১৫০ ওয়াটের সুপার ভিভিওসি চার্জিং সুবিধার ফোনটি কেবলশু সিয়েরা ব্ল্যাক রঙে পাওয়া যাবে।
‘ওয়ানপ্লাস ১০-আর’ ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯০ টাকা। ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের দাম পড়বে ৪২,৯৯৯ টাকা। ওয়ানপ্লাস ১০আর-এর আর একটি মডেলও আছে। ৫জি এন্ডুরেন্স এডিশনের এই ফোনে রয়েছে ১৫০ ওয়াটের সুপার ভিওওসি ফাস্ট চার্জিং ফিচার-সহ ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। দাম ৪৩,৯৯৯ টাকা। ফরেস্ট গ্রিন এবং সিয়েরা ব্ল্যাক রঙের ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনে ৮০ ওয়াটের চার্জিংয়ের সুবিধা মিলবে। ১৫০ ওয়াটের সুপার ভিভিওসি চার্জিং সুবিধার ফোনটি কেবলশু সিয়েরা ব্ল্যাক রঙে পাওয়া যাবে।
ওয়ানপ্লাস ১০আর ফোনে কী কী আকর্ষণীয় ফিচার রয়েছে?