রবিবার ১০ নভেম্বর, ২০২৪


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

সম্প্রতি ভারতের বাজারে এসেছে ‘ওয়ানপ্লাস ১০-আর’ ফোন। ইতিমধ্যে শুরু হয়েছে বিক্রির পর্বও। ওয়ানপ্লাস ১০-আর ফোনের প্রধান আকর্ষণ হল এতে থাকা বিশ্বমানের ফাস্ট চার্জিং প্রযুক্ত। এই স্মার্টফোন দুটি মডেলে পাওয়া যাচ্ছে। একটিতে ৫০০০ এমএইচ ব্যাটারির সঙ্গে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং-এর সুবিধা রয়েছে। এক থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ হতে সময় লাগবে মাত্র ৩২ মিনিট। অন্য মডেলটিতে ৪৫০০ এমএইচ ব্যাটারি এবং ১৫০ ওয়াটের সুপার ভিভিওসি চার্জিং-এর সুবিধা মিলবে। এক্ষেত্রে মাত্র ১৭ মিনিটেই এক থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে।
‘ওয়ানপ্লাস ১০-আর’ ফোনের ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯০ টাকা। ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের দাম পড়বে ৪২,৯৯৯ টাকা। ওয়ানপ্লাস ১০আর-এর আর একটি মডেলও আছে। ৫জি এন্ডুরেন্স এডিশনের এই ফোনে রয়েছে ১৫০ ওয়াটের সুপার ভিওওসি ফাস্ট চার্জিং ফিচার-সহ ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। দাম ৪৩,৯৯৯ টাকা। ফরেস্ট গ্রিন এবং সিয়েরা ব্ল্যাক রঙের ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনে ৮০ ওয়াটের চার্জিংয়ের সুবিধা মিলবে। ১৫০ ওয়াটের সুপার ভিভিওসি চার্জিং সুবিধার ফোনটি কেবলশু সিয়েরা ব্ল্যাক রঙে পাওয়া যাবে।

ওয়ানপ্লাস ১০আর ফোনে কী কী আকর্ষণীয় ফিচার রয়েছে?

৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে।
এতে অক্টাকোর মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০০ ম্যাক্স প্রসেসর ব্যবহার করা হয়েছে।
রয়েছে ইউএফসি ৩.১ স্টোরেজ এবং উচ্চ ক্ষমতার এমএইচ ব্যাটারি।
এতে অ্যানড্রয়েড-১২ অপারেটিং ব্যবহার করা হয়েছে।
অ্যান্ড্রয়েড ১২-এর সাহায্যে পরিচালিত হবে ডুয়েল সিমের এই ফোন। এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লের উপর ২.৫ডি কার্ভড কর্নিং গোরিলা গ্লাস ৬ প্রোটেকশন রয়েছে।
এই ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। ৫০ মেগাপিক্সলের সোনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সলের সোনি আইএমএক্স৩৫৫ সেনসর এবং ২ মেগাপিক্সলের জিসিও২এম১ ম্যাক্রো শুটার এর মতো প্রযুক্তি রয়েছে। এছাড়াও, ফোনের ডিসপ্লেতে আইএসওসিইএলএল এস৫কে৩পি৯ সেনসর আছে।


Skip to content