শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

২০১৯ সালে ভারতের বাজারে দেশের অন্যতম গাড়ি প্রস্তুতকারী সংস্থা মারুতি সুজুকি নিয়ে এসেছিল একেবারে ভিন্ন লুকের স্টাইলিশ গাড়ি ওয়াগন-আর। ক্রেতা মহলে বিপুল সাড়া ফেলেছিল এই গাড়িটি। তিন বছরের পরও গাড়ি প্রেমীদের কাছে এর চাহিদা অটুট। মারুতি সুজুকির নতুন ওয়াগন-আর ফেসলিফট-এর মডেল পুরনো ওয়াগন-আর মডেলই ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। ফলে নতুন এই গাড়ি মডেলের দিক থেকে বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে মনে করা হচ্ছে। তবে এতে বেশ কিছু আকর্ষণীয় ফিচার থাকবে। নতুন এই গাড়িতে ‘idle start stop’ সিস্টেম ইঞ্জিন, স্মার্ট প্লে ইনফো টেইনমেনট সিস্টেম থাকবে। তবে পুরোনো মডেলের মতো এতেও থাকবে অ্যাপল কার প্লে এবং অ্যানড্রয়েড অটো কানেক্টিভিটি প্রযুক্তির সুবিধা পাওয়া যাবে। তাই যাঁদের পুরোনো ওয়াগন-আর মডেল পছন্দ, তাঁদেরও এই মডেল পছন্দ করবেন বলে গাড়ি বিশেষজ্ঞদের ধারনা। এই গাড়ি ১.০ লিটার ইঞ্জিন এবং ১.২ লিটার ইঞ্জিন দু’রকম মডেলে পাওয়া যাবে। সম্ভবত এই মাসেই নতুন মডেলের গাড়ি ভারতের বাজারে পাওয়া যাবে৷ যদিও এখনও পর্যন্ত মারুতি সুজুকি ‘ওয়াগন-আর’-এর নতুন মডেলের দাম ঘোষণা করা হয়নি।

Skip to content