রবিবার ২ জুন, ২০২৪


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

নতুন বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে টাটা মোটরস-এর গাড়ি বিক্রির পরিমাণ অনেকটাই বেড়েছে। ২০২১ সালের জানুয়ারি মাসের তুলনায় এ বছর ওই একই সময়ে সংস্থার গাড়ি বিক্রি বেড়েছে ২৭ শতাংশ। টাটা মোটরস গত মাসে মোট ৭৬,২১০টি গাড়ি বিক্রি করেছে, যার মধ্যে ৪০,৭৭৭টি যাত্রীবাহী গাড়ি। এক মাসে গাড়ি বিক্রির নিরিখে একে সংস্থার রেকর্ড বলা যেতে পারে। গত বছর জানুয়ারিতে টাটা মোটরস ২৬,৯৭৮টি যাত্রীবাহী গাড়ি বিক্রি করেছিল। রিপোর্ট অনুযায়ী, এখন দেশের সবথেকে বেশি বিক্রি হওয়া গারির নাম হল টাটা নিক্সন। শুধু তাই নয়, গাড়ি প্রেমীদের পছন্দের তালিকায় ওপরের দিকে রয়েছে টাটা পাঞ্চ-ও। এছাড়াও টাটা মোটরস ‘টাটা টিয়াগো’ (Tata Tiago) এবং ‘টিগোর’ (Tigor) এর সিএনজি’ ভেরিয়েন্টে নিয়ে এসেছে। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে এই গাড়ি দুটিও জনপ্রিয়তা পেয়েছে।

Skip to content