ছবি: প্রতীকী। সংগৃহীত।
আবার তেজপাতা পুড়িয়েও বেশ কিছু উপকার পাওয়া যায়। একটি পাত্রে কয়েকটি তেজপাতা রেখে পোড়াতে হবে দশ মিনিট ধরে। তেজপাতায় থাকে তেল জাতীয় উপদান। তাই তেজপাতা পোড়ানোর সঙ্গে সঙ্গে সারা ঘরে সুগন্ধ ছড়িয়ে পড়ে। এই পোড়া গন্ধ আমাদের মনকেও সতেজ রাখতে সাহায্য করে। অবসাদ, উদ্বেগ বা কোনও মানসিক চাপেও সুফল মিলবে। এছাড়াও তেজপাতার একাধিক গুণ রয়েছে। জেনে নিন একঝলকে।
তেজপাতার গুণাগুণ
ফোঁড়া হলে
টক্সিন বার করে দেয়
প্রস্রাবের রং হলুদ হলে
শুধু গরমে তেষ্টা মেটাতেই নয়, সব ঋতুতেই সুস্থ থাকতে সঙ্গী হতে পারে আখের রস
হাত বাড়ালেই বনৌষধি: রোজ খাওয়ার পরে পান খান? অনেক ওষুধ কেনার খরচ বেঁচে যেতে পারে
কাশির সমস্যা
ইনসুলিনের মাত্রাকে নিয়ন্ত্রণ করে
ক্ষত সারায়
বশ মানছে না ভুঁড়ি? রইল পাঁচটি সহজ টোটকা
গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!
ব্রণ
গায়ে দুর্গন্ধ
ত্বক ভালো রাখে