ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। ইতিমধ্যেই যেভাবে গরম চড়চড়িয়ে বাড়ছে, তাতে মে-জুন মাসে কী হবে সে ভেবে অনেকেই চিন্তিত। সেইজন্য অনেকেই এসি কেনার কথা ভাবছেন। আবার এও ভাবছেন এসি ঘর ঠান্ডা করলেও বিদ্যুতের বিল লাফিয়ে লাফিয়ে বাড়বে। তবে বাড়িতে এসি থাকুক বা না থাকুক, সাধারণ কিছু কৌশল প্রয়োগ করলে কিন্ত ঘর থাকবে ঠান্ডা। ঝটপট জেনে নিন সেই সব উপায়—
● গরমকালে খেসের পর্দা ব্যবহার করা যেতে পারে। খেস হল এক ধরনের ঘাস, যা তাপমাত্রা আটকাতে সাহায্য করে। খেসের পর্দা জানালায় লাগিয়ে মাঝে মাঝে সেটিকে জলে ভিজিয়ে নিন। এতে আপনার ঘর ঠান্ডা থাকবে।
● ঘরে অতিরিক্ত আসবাবপত্র থাকার ফলে ঘরের পরিবেশ ঘিঞ্জি হয়ে ওঠে। এতে গরম অনুভূতি বেশি হয়। তাই ঘরে কম আসবাব রাখুন। দেখবেন ঘর কিছুটা ঠান্ডা হবে। ফাঁকা ঘরে হাওয়া-বাতাস চলাচল ভালো হয়। ঘরের পরিবেশ ঠান্ডা রাখার জন্য এটা অত্যন্ত জরুরি।
● গরমে ঘরের আলো প্রয়োজন না থাকলে অযথা জ্বালাবেন না। এতে ঘরের তাপমাত্রা বৃদ্ধি পায়। টিউব লাইটের ব্যবহারের ফলে ঘর বেশি গরম হয়। তাই ঘর ঠান্ডা রাখতে বিদ্যত সাশ্রয়ী এলইডি আলো বা ল্যাম্পশেডও ব্যবহার করতে পারেন।
● ঘর মোছার সময় জলের মধ্যে বেশ খানিকটা নুন মিশিয়ে একটি ভিজে ভিজে করে ঘর মুছে ফেলুন। এতেও আপনার ঘরের তাপমাত্রা অনেকটাই কমবে।
● অত্যধিক তাপমাত্রা থেকে বাঁচার আরেকটি উপায় হল গাছ। ঘরের মধ্যে ছোট ছোট টবে করে গাছ লাগিয়ে রাখুন। ঘরের ভেতরে গাছ রাখলে ঘরের পরিবেশ শীতল হয়।