শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


রং দিয়ে নয়, চোখ ঢাকা থাক চশমার আড়ালে। ছবি: সংগৃহীত।

আজ বাদে কাল দোল উৎসব। সর্বস্তরের মানুষ মেতে উঠবেন এই রং-উৎসবে। কিন্তু এই উৎসব যেন কারও ক্ষতির কারণ না হয়ে ওঠে সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষত চোখের সুরক্ষা নিয়ে বাড়তি যত্ন নেওয়া খুব জরুরি। সর্বদা সতর্কতা অবলম্বন করতে হবে। তাই জেনে নিন রং-উৎসবে কী কী করবেন, আর কী কী করবেন না।
 

রং খেলার আগে সতর্কতা

● রং খেলতে যাওয়ার আগে খুব ভালো করে মুখে এবং চোখের চারপাশে নারকেল তেল বা কোল্ড ক্রিম মাখে নিন।
● উৎসবে শামিল হলে অবশ্যই চশমা পরুন। যাঁরা চোখের সমস্যার জন্য চশমা পরেন তাঁরা তো পরবেনই, কিন্তু যাঁরা চশমা পরেন না তাঁরাও পাওয়ার ছাড়া চশমা পরবেন।
● রং খেলতে যাওয়ার আগে চোখ থেকে কন্ট্যাক্ট লেন্স খুলে ফেলুন।
● গাড়ি করে যখন কোথাও যাবেন তখন গাড়ির জানালা অবশ্যই বন্ধ রাখবেন।

আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-৫৫: মেরা কুছ সামান তুমহারে পাস পড়া হ্যায়…

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪১: সুন্দরবনে বাঘে-মানুষে সংঘাত

 

চোখের ভেতরে রং ঢুকলে

● চোখে রং পড়ে গেলে ওই অবস্থায় চোখে হাত দেবেন না। এ সময় বারবার চোখ বন্ধ করবেন ও খুলবেন। আর পরিষ্কার হাতে চোখে জলের ঝাপটা দেবেন।
● নিজের চোখের চিকিৎসা কখনওই নিজে করবেন না। কোনওরকম ঝুঁকি না নিয়ে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। ওইদিন যেহেতু ডাক্তারবাবুরদের চেম্বার বন্ধ থাকতে পারে সেহেতু আপনাকে হাসপাতালে আপৎকালীন বিভাগে চোখ দেখিয়ে নিতে হবে।

আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-৫০: অর্ধশতাব্দী ছুঁলো ‘অমানুষ’

হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৩৫: ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা

 

চোখে রং ঢুকেছে বুঝবেন কী করে

● চোখে রং পড়লে আপনার চোখ প্রচণ্ড করকর করবে।
● চোখ খুলতে খুব কষ্ট হবে।
● আলোর দিকে তাকানো যাবে না, চোখ লাল হয়ে যাবে এবং প্রচণ্ড চুলকাবে।
● কারও যদি অ্যালার্জি থাকে তাহলে চোখের পাতা ফুলে যেতে পারে৷ চোখ দিয়ে জল পড়বে।

আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-১৬: কল্যাণী—অন্দরমহলের সরস্বতী

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৩৮: অভিভাবিকা মা সারদা

 

কী কী ক্ষতি হতে পারে

● রং দেওয়ার সময় চোখে আঙুলের খোঁচা লেগে ভিতরে ইনজুরি হতে পারে, তা থেকে রেটিনাল ডিটাচমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে।
● রং খেলার সময় যে বেলুনগুলো ছোড়া হয় সেগুলো কারও চোখের কাছাকাছি ফাটলে, বেলুন ফাটার যে প্রেশার তা থেকেও চোখে ব্ল্যান্ট ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে।
● যাঁদের মাইনাস পাওয়ার বা চোখে অনেক বেশি ইনজুরি আছে তাঁদের চোখ খুবই স্পর্শকাতর। মোটামুটিভাবে যাঁদের চোখে পাওয়ার মাইনাস ৫-এর উপরে পাওয়ার আছে তাঁদের চোখে যেন আঘাত না লাগা, তা খেয়াল রাখতে হবে। এসময় কেউ রং দিয়ে এলে দুই হাত দিয়ে নিজের চোখটিকে ঢেকে রাখবেন।

* ডাঃ ভাষ্কর ভট্টাচার্য, সিনিয়র কনসাল্টেন্ট, দিশা আই হাসপাতাল।

Skip to content