মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

আপনাকে কি নিত্যদিন চশমা পরতেই হয়? প্রতিদিন চশমা পরে নাকের দু’পাশে এবং উপরে কালো দাগ হয়ে গিয়েছে। আয়নার সামনে দাঁড়ালে ওই দাগের দিকেই সবার আগে নজর যায়? মেক আপ করেও ওই দাগ তোলা সম্ভব হচ্ছে না? খুব সামান্য কয়েকটি ঘরোয়া উপাদানকে কাজে লাগিয়ে পেতে পারেন নিস্তার। ঘরোয়া টোটকাতেই হতে পারে দাগ মুক্তি। আপনার জন্য রইল টিপস।
প্রত্যেক গৃহস্থ বাড়িতেই আলু থাকবেই। সেই আলুর রস দিয়ে সহজে নাকের পাশের কিংবা উপরের চশমার দাগ তুলতে পারেন। প্রথমে আলুর খোসা ছাড়িয়ে থেঁতো করে নিন। এবার ওই রস ভালো করে দাগে উপরে লাগিয়ে ফেলুন। এরপর ১০-১৫ মিনিট রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। একটানা মাসখানেক এই পদ্ধতি অনুসরণ করার পর নিজেই তফাৎ বুঝতে পারবেন।

আমরা প্রত্যকেই অল্পবিস্তর শশা খেয়ে থাকি। শশা খাওয়ার সময় অল্প সরিয়ে রাখুন। শশার রস চিপে তা ভালো করে দাগের উপরে লাগান। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। ফল হাতেনাতে পাবেন।
আরও পড়ুন:

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

লেবুর রস ত্বকের যেকোনও দাগ পরিষ্কারে কাজে লাগে। তুলোয় করে পাতিলেবুর রস ওই দাগের উপর লাগান। বাড়িতে যদি মধু থাকে তাহলে একটু মধুও লেবুর রসে মিশিয়ে নিতে পারেন। মিনিট দশেক পর ধুয়ে নিন। মাত্র কয়েকদিনেই দেখবেন দাগ কিছুটা হালকা হয়েছে।

অ্যালোভেরা জেল ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চশমা ব্যবহারের ফলে তৈরি হওয়া দাগ উধাও করতে চাইলে অ্যালোভেরাও কাজে লাগাতে পারেন। রাতে ঘুমনোর আগে অ্যালোভেরা জেল ভাল করে দাগের উপর লাগিয়ে দিন। সকালে ঘুম থেকে উঠে জল দিয়ে ধুয়ে ফেলুন। কয়েকমাস ব্যবহার করলেই ফল পাবেন।

Skip to content