রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


লিপস্টিক লাগানোর কয়েকটি নিয়ম মেনে চলুন। ছবি: সংগৃহিত।

পুজো আসন্ন। তার আগে তো সাজুগুজু নিয়ে একটি সতর্ক হতে হবে, তাই না? লিপস্টিক পরলেই ঠোঁটের চারপাশে ছড়িয়ে যায়। অধিকাংশ মহিলাই এমন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। পুজো, বিয়েবাড়ি হোক বা কর্মক্ষেত্রে সাজসজ্জার একেবারে শেষ পর্যায়ে থাকে লিপস্টিক। এটা ছাড়া সাজ সম্পূর্ণই হবে না। তাই পরিপাটি করে সেজে শেষে লিপস্টিক পরতে গিয়ে ঠোঁটের আশপাশে লেগে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। আর এটা হয়েও থাকে। গরমে এই সমস্যা আরও বেশি করে দেখা যায়। যার কারণে রাস্তায় বেরোনোর পর খানিক অস্বস্তিতেই পড়তে হয় মহিলাদের। তবে ঠোঁটে লিপস্টিক লাগানোর সময় যদি কয়েকটি নিয়ম মেনে চলা যায়, তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব। পুজোর আগে রইল জরুরি টিপস।
 

লিপস্টিক পরার আগে ব্যবহার করুন লিপলাইনার

লিপস্টিক পরার আগে লিপলাইনার লাগিয়ে নিন ঠোঁটের বর্ডারে। লিপলাইনার পেনসিলগুলোতে লিপস্টিকের তুলনায় বেশি মোম জাতীয় পদার্থ থাকে। সেইজন্য আগে লিপলাইনার পেনসিল দিয়ে ঠোঁট আঁকা থাকলে লিপস্টিকের রং দ্রুত ছড়িয়ে পরতে পারে না।

আরও পড়ুন:

কিংবদন্তী তারকা হয়েও ডাহা ফেল শাহেনশা, তিন বছরের সেই কষ্টের কথা মন খুলে জানালেন অমিতাভ বচ্চন

রিভিউ: মহাকাশ বিদ্ধ করা রকেটের মতোই শক্তিশালী মাধবনের ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’

 

লিপস্টিক লাগানোর পর অল্প ফেসপাউডার ব্যবহার করুন

ঠোঁটে লিপস্টিক লাগানোর পর অল্প ফেসপাউডার লাগিয়ে নিতে পারেন। এতে লিপস্টিকের তৈলাক্ত ভাব কমে যাবে। আর লিপস্টিক ঠোঁটের চারপাশে অত সহজে ছড়িয়েও পড়বে না।

আরও পড়ুন:

আপনি কি মদ্যপান করেন? লিভারে ফ্যাট জমেছে কি না পা দেখেই কী ভাবে বুঝবেন?

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪০: ব্রণ হয়েছে? তার মানেই কি লিভার খারাপ?

 

লিপস্টিক লাগানোর আগে হালকা করে ফাউন্ডেশন দিন

লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে হালকা করে ফাউন্ডেশন লাগিয়ে নিতে পারেন। এতে লিপস্টিক ঠোঁটে ভালো বসবে। এই পদ্ধতিতে লিপস্টিক পরলে গরমে ঘেমে গিয়ে কিংবা মাস্কের ঘর্ষণে লিপস্টিক ঠোঁটের চারপাশে ছড়িয়ে পড়বে না।


Skip to content