লিপস্টিক লাগানোর কয়েকটি নিয়ম মেনে চলুন। ছবি: সংগৃহিত।
পুজো আসন্ন। তার আগে তো সাজুগুজু নিয়ে একটি সতর্ক হতে হবে, তাই না? লিপস্টিক পরলেই ঠোঁটের চারপাশে ছড়িয়ে যায়। অধিকাংশ মহিলাই এমন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। পুজো, বিয়েবাড়ি হোক বা কর্মক্ষেত্রে সাজসজ্জার একেবারে শেষ পর্যায়ে থাকে লিপস্টিক। এটা ছাড়া সাজ সম্পূর্ণই হবে না। তাই পরিপাটি করে সেজে শেষে লিপস্টিক পরতে গিয়ে ঠোঁটের আশপাশে লেগে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। আর এটা হয়েও থাকে। গরমে এই সমস্যা আরও বেশি করে দেখা যায়। যার কারণে রাস্তায় বেরোনোর পর খানিক অস্বস্তিতেই পড়তে হয় মহিলাদের। তবে ঠোঁটে লিপস্টিক লাগানোর সময় যদি কয়েকটি নিয়ম মেনে চলা যায়, তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব। পুজোর আগে রইল জরুরি টিপস।
লিপস্টিক পরার আগে ব্যবহার করুন লিপলাইনার
আরও পড়ুন:
কিংবদন্তী তারকা হয়েও ডাহা ফেল শাহেনশা, তিন বছরের সেই কষ্টের কথা মন খুলে জানালেন অমিতাভ বচ্চন
রিভিউ: মহাকাশ বিদ্ধ করা রকেটের মতোই শক্তিশালী মাধবনের ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’
লিপস্টিক লাগানোর পর অল্প ফেসপাউডার ব্যবহার করুন
আরও পড়ুন: