ছবি প্রতীকী
ফ্ল্যাট আয়রনের ম্যাজিক
আপনি কি চুল সোজা করার যন্ত্রটি ব্যবহার করেন? ওই যন্ত্র যদি বাড়িতে থাকে তাহলে চিন্তার কোনও কারণ নেই। ওই ফ্ল্যাট আয়রন দিয়েই পোশাকের কুঁচকে থাকা অংশ টেনে টেনে টানটান করে নিতে পারেন সহজে। যেমনটা চুল সোজা করেন। ওই যন্ত্র দিয়ে পোশাকও ঠিক সে ভাবেই সোজা করে নিতে হবে। এক্ষেত্রে পোশাকের ভিতর দিকটি আগে কর নিতে হবে। তার পরে ধারের দিকগুলি ধীরে ধীরে করতে হবে। পদ্ধতি সময় সাপেক্ষ হলেও বেশ কাজের। পোশাকের কোণ যতটা ভালো হবে, ভিতরটা কিন্তু ততটা হবে না। যদিও কাজ চালানো মতো ঠিক হয়ে যাবে।
চিনে দাপট দেখাচ্ছে করোনা সংক্রমণ, ভারতে বাড়ন্ত, কড়া পদক্ষেপের তিন সপ্তাহ পর দেশের পরিস্থিতি কেমন?
অস্কারে ঠাঁই পেল ‘দ্য কাশ্মীর ফাইলস’! কত দূর পৌঁছল অস্কার দৌড়ে?
কাজে লাগান গরম জলের পাত্র
রান্নাঘরে কাস্ট আয়রনের পাত্র আছে? থাকলে চিন্তা নেই। প্রথমে একটি লোহার পাত্রে জল গরম করে নিন। তার পরে সেই পাত্র দিয়ে পোশাক উপর চেপে চেপে ইস্ত্রি করার মতো মতো করে চালাতে থাকুন। দেখবেন আপনার পোশাক মুহূর্তে টানটান হয়ে যাবে।
শীতের মরসুমে নদীর তীরে চড়ুইভাতির পরিকল্পনা? শহরের কাছেপিঠে হাওড়াতেই আছে মনের মতো পিকনিক স্পট
একঘেয়ে কাতলা? স্বাদবদল করুন ‘কমলা কাতলা’ রেসিপিতে! রইল সহজ রেসিপি
ভিনিগারের চমক
ভিনিগারের কথা সবারই জানা। এটি ঘর পরিষ্কার করতে যেমন খুব কাজের, ঠিক তেমনি পোশাক টানটান করতেও খুব সাহায্য করে। চমকে গেলেন? চমকার মতো বিষয়ও। প্রথমে চার কাপ জলের সঙ্গে এক কাপ ভিনিগার মিশিয়ে নিন। এর পর সেই জল একটি স্প্রে বোতলে ভরে নেন। এ বার পোশাকের কুঁচকে থাকা জায়গাগুলিতে স্প্রে করে হাত দিয়ে ঘষে ঘষে টানটান করে নিলেই পোশাকে চমক আসবে।